প্রেমে পড়ছে অহরহই
দর্শন, ব্যক্তিত্ব, অর্থের মাপকাঠি ।
এক দৃষ্টির লহমায় হৃদয় ছুঁয়ে,
মনের খেলার শুরুর সাথী ।।
প্রেমের ভাবে শরীরী ছোঁয়ায়,
ঘনিষ্ঠ হয়েও বিচ্ছিন্ন কেন?
অহংকারের পারদ চড়ে,
ভালোবাসায় মরচে, ভঙ্গুর যেন !!
এক প্রেমে সুখী নয়, মনোরোগী!
আশা আকাঙ্খা আকাশ ছোঁয়া!
সম্পর্ক এখন ফানুস ওড়ায়,
বহুল প্রেমের আধুনিক উষ্ণতায়।।
দূষণ আজ সর্বত্র জড়িয়ে, ছড়িয়ে,
প্রকৃতি, পরিবেশ ,সমাজ, সম্পর্কে!
বহুগামিতায় কেউ সুখী, কেউ নয়,
দিনান্তে অপরাধী মন ঘরে ফেরে।।
লুকিয়ে রাখা সহজ না কঠিন,
বিবেক প্রশ্নবাণে বিদ্ধ করে !
হাসি খুশি বা গাম্ভীর্যের খোলসে
সত্য বড় নিষ্ঠুর, গোপন থাকে?
নিজের নিয়েই মত্ত থাকে,
সময় নেই ভাবার অপরের জন্য!
নীতিকথাই প্রশ্ন চিহ্ন আঁকে
বর্তমানে, মানুষ মানুষের জন্য !!!