এখনো কি তুমি আগের মতই আছো!
নাকি মাথাভর্তি ঘন চুল স্মৃতি আজ ;
উঁকিঝুঁকি দেয় চুলের ফাঁকে ফাঁকে
হালকা হালকা রূপালী রঙের সাজ !
আমিও কি আর একইরকম আছি!
বলিরেখা রোজ আরশিতে ফুটে ওঠে
বলে আর তুমি নেই সেই সে তুমি
সুন্দরী আর কেউ বলবেনা মোটে !
সে তো শুধু অবয়বটুকু দেখে
মনের কথা কেমনে জানবে বলো ?
জানতো যদি সেও দেখতে পেত
আজও সেই মুখ লাবণ্যে ঢলঢল!
তুমিও হয়তো হঠাৎ দেখা হলে
মেলাতে গিয়ে জোরসে হোঁচট খাবে
কিন্তু যদি মনের আগল খুলি
অবিকল সেই আগের আমিকে পাবে!
কালের নিয়মে বয়স বাড়ছে বাড়ুক
মনের বয়স কখনো দেবোনা বাড়তে
তাইতো এখনও অষ্টাদশীই আছি,
বয়স সেখানে পারেনি তো কড়া নাড়তে !!