আষাঢ়িয়া বৃষ্টি নাকি
অকাল শ্রাবণ বৃষ্টিমাস?
বিরহি মন উথাল পাথাল
পাবার লাগি বড্ড আশ।
বৃষ্টি ধারা নামল যবে
মনের চোখে কার ইশারা?
অবুঝ মন ভুল বুঝে কি
এমন পাগল, আত্মহারা?
হোক না অকাল বরিষণে
কিংবা বর্ষা, শ্রাবণ বেলায়
দাদুরী ডাকুক, সঘন মেঘের
জল ঝরানো সেই খেলায়।
শরীর বেয়ে বৃষ্টি ঝরুক
বৃষ্টি ঝরুক মন ছুঁয়ে
একটা আকাশ বৃষ্টি ঝরুক
দুঃখ-জ্বালা যাক ধুয়ে।
মনের গহীন প্রেম নদীটায়
উঠুক,ভালোবাসার বাণ
আগাম যদি শ্রাবণ আসে
তুফান তুলুক রবির গান।
ওরে আষাঢ়,ওরে শ্রাবণ
আয় না, হেথায় আহ্লাদে
সুখের বৃষ্টি ঝরিয়ে দিয়ে
দুঃখকে আজ পাল্লা দে।
ভিজিয়ে দিয়ে চোখের পাতা
শ্রাবণ ঝরুক মন পাহাড়ে
কল্পনাতেই দিক না এনে
মন টা আজ চায় যাহারে।