লাথিই যদি প্রাপ্য হয়,
প্রতিবাদ কি যাবে থেমে?
দুর্নীতি যদি লাগাম ছাড়ায়,
আন্দোলনের ঢেউ রাস্তায় নামে!
লাথি এখন চর্চায় বিষয়,
জীবন, জীবিকার কি হবে!
যোগ্য অযোগ্যদের তথ্য/প্রমাণ
লুকিয়ে আছে কোন সিন্দুকে?
ব্লাক বোর্ড স্কুল ছেড়ে রাস্তায় যোগ্যরা
সত্য উন্মোচনে করছে লড়াই।
ক্ষমতার দম্ভ, শিক্ষক পেটানো,
সমাজ কি দেখেও দেখেছে না ছাই!
কবি লিখেছে, মিডিয়া দেখাচ্ছে ,
শিউরে উঠেছেন কেউ কেউ!
পুলিশ এর ছেলে প্রশ্ন করে,
শিক্ষককে লাথি ,বাবা, তুমি আগে মানুষ হও!
মানুষ, জীবন ,জীবিকা রাজনীতির উর্ধ্বে
রঙের সেখানে গুরুত্ব নেই!
দিনশেষে আত্ম বিশ্লেষণ করলে
বিবেক তো প্রশ্ন করবেই!
সমাজ ভাবমূর্তি রসাতলে যাচ্ছে ,
বুদ্ধিজীবীরা মৌন, মিছিলে নেই।
উপঢৌকন না বিকিয়ে বিবেক
মেরুদন্ডহীন, জীবন্ত লাশ? প্রশ্ন এই!
প্রশ্ন অনেক, উত্তর নেই,
সময় স্মৃতি কি সব ভুলিয়ে রাখে?
মানুষ জনগণ অতি সাধারণ,
অন্যায়ের প্রতিবাদেই আন্দোলনে বাঁচে…