অনেক দেখেছি মৃত্যু আমি
জীবদ্দশায় বারংবার,
চাওয়া পাওয়ার জীবন যুদ্ধ
ভাল্লাগে না বাঁচতে আর।
চলছে শুধুই যেন কম্পিটিশন
কেউ কোথাও ভালো নাই,
শুধুই ভালো থাকার নেশায়
দুনিয়াটাকে মুঠোতে চাই।
এখানে শিল্পপতি,গরিব দুঃখী
সবাই কেমন অসহায়,
সবার চাহিদা স্বপ্ন পূরণ
সারাটা সময় হায় হায়।
গরিব দুঃখী পেটের জ্বালায়
আধপেটা ভাত খাবার থালায়,
নেশায় বুদবুদ কালো টাকায়
শিল্পপতি প্রতিপত্তি বাড়ায়।
গরিব মারার ফাঁদ পাতা সব
কিনছো শ্রম নিকৃষ্ট দামে,
অসহায় শ্রমিকদের রক্ত জমাও
শিল্পপতি তোমার লাল খামে।
দুবেলা দুমুঠো খাবার আশায়
ছুটছে শ্রমিক দলে দলে,
কাজের জায়গা হচ্ছে ছোট
আজ শ্রমিক পড়েছে গেঁড়াকলে।
মাইলের পর মাইল দাঁড়িয়ে
শ্রমিক লাইনের পরে লাইনে,
বাবুরা ইচ্ছে মতো নিচ্ছে মজা
বাঁধছে পুঁজিপতির দেওয়া আইনে।
প্রতিবাদ প্রতিরোধ যা’ই বলো বন্ধু
এখানে করো যতই আন্দোলন,
হয় বন্দুকের নলে, নয় কারাগারে
কাটাতে হবে তোমার বাকি জীবন।
ভাতের কান্না লুটের কান্না
কান্না হরেক সুর জুড়ে,
নিত্য কান্না আর তো চাই না
বলো মৃত্যু তুমি আজ, কত দূরে?
প্রতিবাদ আজও হয় না ভাইরাল
হয় দৃশ্য দূষণ রঙিন কিছু,
সোশ্যাল মিডিয়া ছুটে কাঁপায় দুনিয়া
প্রতিবাদী কলম তবু কেন পিছু?
আমি চোখ চাইলেই মৃত্যু দেখি
শুনি কতো নির্যাতিতার চিৎকার
অনাহারে গরিব অপুষ্টিতে মরে
এ জীবন কে জানাই ধিক্কার।
শবের মতো বেঁচে থাকা
এর চাইতে মৃত্যু শ্রেয়,
আমি বাঁচতে চাই না এই ভুবনে
মৃত্যু, তুমি আমায় ডেকে নিও ।