রবীন্দ্রনাথকে আমরা জানি
সহজপাঠের লেখা
রবীন্দ্রনাথ বাঙালি শিশুর
ছড়া পড়তে শেখা।
রবীন্দ্রনাথ মানে মুখের হাসি
চোখের জলের প্লাবন
ঋতুরঙ্গে রবীন্দ্রনাথ
দুখের বাইশে শ্রাবণ।
রবীন্দ্রনাথ হলো নিঃসঙ্গতায়
সঞ্চয়িতা বই,
সুখ-দুঃখের সমব্যাথী
মগ্ন হয়ে যে রই।
গীতবিতানের প্রতি পাতায়
গানের আসন পাতা
রবীন্দ্রনাথ বাঙালির এক
বিশ্বজোড়া খাতা।
জৈষ্ঠ্যে যখন তপন তাপে
আম-কাঁঠালের ঘ্রাণ
অগ্নিবাণের কঠিন খেলায়
কবিগুরু অম্লান।
মেঘভাঙা সেই আষাঢ় দিনে
এই কথা বলে প্রাণ
ঝরোঝরো বাদল ধারায়
কন্ঠে রবির গান।
শ্যামলে শ্যামল, নীলিমায় নীল
দিগন্ত বিস্তার
রবীন্দ্রনাথ পাঠককুলের
মস্ত গ্রন্থাগার।
রবীন্দ্রনাথ মানে জোড়াসাঁকোর
রত্ন সিংহাসন
বিশ্বমাঝে রবীন্দ্রনাথ
মানব হৃদয় ধন।
দখিনদুয়ার খুলে যখন
বসন্ত পায় প্রাণ
মানব মনকে জাগিয়ে তোলে
কবিগুরুর গান।
রবীন্দ্রনাথ মানে বিশ্বকবি
বাঙালি প্রাণের ডাক
রবীন্দ্রনাথ ঋতুবৈচিত্র্যের
পঁচিশে বৈশাখ ।