মাগো, তোমায় ঐ পোশাকে
দেখি সারাক্ষণ
তুমি যে মা দেশ সেবিকা
তুমিই আমার মন।
সকাল থেকে সারাটি দিন
করো দেশের সেবা
তোমার মতো তুমিই তো মা
বলবে মাগো কেবা।
তুমি বলো মা সবার আগে
দুখিরে করো দান
আশীর্বাদে ভরাবে তোমায় ওরা
দিয়ে মন প্রাণ।
তোমার কথা শুনে আমি
যাই যে ওদের কাছে
মন্দিরের ঐ পাশে যেথা
দুখি ঠাকুমাগুলো আছে।
ওদের নিয়ে খেলিও আমি
করি ওদের খুশি মন
তুমি ই তো মা বলো আমায়
ওরাই আমার একান্ত আপন।।