কবির মনে আমার ছবি রইবে চিরদিন
যতই তুমি দাও না তোমার ঘোড়ায় জিন—
পারবে না তো সফল হতে,থাকুক আলাদিন,
আমি ছাড়া আমার কবি রবে চির প্রাণহীন।
হৃদ মাঝেতে বাজনা বেজে ডাকছে গুড়ুগুড়!
তোমার মেকি বন্ধুত্ব থাক আজন্ম দূর বহুদূর;
শরীর ঘিরে ছন্দ তোলে এক ভীরুতার সুর—
অলীক কল্পনা নিয়ে থাকো সাত সমুদ্র দূর।
কবির আমি কবির তুমি করতে যেও নাকো,
চার দেওয়ালের মাঝে এবার মুখটি তুমি ঢাকো;
কবিত্ব শক্তি আমার দেওয়া কিছুই জানো নাকো!
শূন্য তোমার ঠুনকো পিরিত বৃথা চালুনিতে ছাঁকো।
গ্যাঙর গ্যাঙর করলে পরে সফল হবে ভাবো?
সারাজীবন একমাত্র আমার নাম কবির মুখেই পাবো—।।