আসছে আলোর উৎসব খুশির দীপাবলি
আলোর প্রবাহে ভাসবে গ্রাম শহরতলী।
হাজার হাজার টাকার আতসবাজি পুড়বে
আধুনিকতার ছোঁয়ায় আলোর সাজে সাজবে।
ভেবে দেখো তাদের কথা ফুটপাতে যারা বসে
বিক্রি করছে মাটির প্রদীপ কতই না আশে।
গরীব বাবার ওই ছেলেটি ভাবছে প্রদীপ বেচে
মিষ্টি হাতে ফিরবে বাড়ি আনন্দে নেচে নেচে।
চীনের পণ্য বর্জন করে কেনো মাটির প্রদীপ
দুঃখীর মুখে হাসি ফোঁটাও অন্তর হোক সন্দীপ।
এই দীপাবলিতে আলোকিত হোক সবার অন্তরাত্মা
প্রিয়জনদের জানিয়ে শুভেচ্ছা জ্বলুক আলোর সত্তা।
ঘুচিয়ে আঁধার, মলিনতা প্রদীপ শিখার পবিত্রতা
সকল অন্তরে জ্ঞানের আলো জ্বালিও মাগো দীপান্বিতা।।