যেদিন প্রথম তোমায় দেখেছিলাম একরাশ ঘনকালো চুলে
বসন্তের বাতাস এসে করেছিল এলোমেলো।
মনের খেয়া-তরী দাঁড় বেয়ে যেতে চেয়েছিলাম
তোমার মনের জানলায়
তুমি আমার সেই নারী যে ছিলে আমার
কল্পনায়।
দুহাত বাড়িয়ে ডেকেছিলাম কাছে
এলেনা
একি অহমিকা !
তুমি তৃষ্ণার্ত পথিকের কাছে মরুভূমির
মরীচিকা।
সদা মনে হয় পাবো কি পাবো না এ কেমন খেলা !
সবই কি ব্যর্থ! কিছুই নেই ক্ষনিকের গোধূলি বেলা !
যত কাছে যাই ছুঁতে না পাই
দৃষ্টি বিভ্রম হয়ে ফিরে আসি
না বলা কথা হল না তো বলা
তোমাকেই ভালবাসি ।
চারিদিক নিস্তব্ধ আসবে আঁধার হয়ে যাবে ঘন কালো,
তুমি নও মানসী, নও মানবী, তুমি আলেয়ার আলো।।