ওগো আমার আগমনী আলো
শরৎ ঋতু শোভাগমনে
রসে গন্ধে বর্ণে
সূচিত মনোরম পরিবেশে যেন বাপের বাড়িতে আসার কান্নার আর্তনাদ শুনতে পাচ্ছি,যেন পৃথিবীর এই হানাহানি হিংসা দমনে,দমন করতে আসছে দশভুজা, কিন্তু চারিদিকে এই অনাচার,ধর্ষন, খুন এই সব দমন করতে
কোন রূপে আসছে মা???
এই শহরটা যেমন আছে তেমনি থাকবে,
শুধু হয়তো বদলে যাবে,তোমার আমার মতো,
হাজার হাজার মানুষের গল্প,
তাই প্রত্যাশা যত কম,
জীবন ততই সুন্দর,……
কিন্তু
মা আসছে যে…
কাশফুলে ছেয়ে গেছে ওই মেঠো পথের ধারে
অনেক কিছু বদলের মাঝে
আগমনীর সুর যে বাজে
তুমি সৃজন,তুমি গর্জন
তোমার কোলেই নব জীবনের ক্রন্দন
তুমি পৃথিবী,তুমি নারী
তুমি যে তাই প্রাণের স্পন্দন….
জননী তোমার আগমন
এবার হবে কেমন??
তাই বলি মা
তুমি নব নব রূপে এসো প্রাণে
এসো গন্ধে, বরণে, গানে,..
আর তো মুহূর্তকাল বাকি
এসো মা
আকাশে বাতাসে,তোমার পদধ্বনি শুনতে পাই
তুমি এসো ধরা ধামে
দূর করো যত ভয়,যত শঙ্কা
ছুঁয়ে দেখ,এই মাটি
আমাদের নিষ্পাপ ঠোঁটে উচ্চারিত হোক
মা তুমি এসো, আমরা যে তোমায় ভালোবাসি…
এই শহরে অনেক কিছু বদলে গেলেও
এই আগমনীর সুর বেজে উঠবে এই আলোর ভুবনে,,,তাই যেন আকাশে বাতাসে শিউলি ফুলের গন্ধ ছড়িয়ে দিচ্ছে এই ভুবন ডাঙ্গার মাঠে,
আর কাশফুলের নরম ছোঁয়ায়
সাদা পেজা মেঘের ভেলায় ….
রাতের আকাশে যেন তারার মনে করিয়ে দিল সেই আগমনীর সুর,ভোরের আলোয় শিউলি ফুলের গন্ধ ছড়িয়ে পড়ুক দিকে দিগন্তে… ধরণী হোক বিপদমুক্ত…
মা আসছেন…