সমুদ্রের ঢেউয়ের পর ঢেউ
আছড়ে পরে বেলাভূমিতে
নুড়ি পাথরের মতো ভেসে আসে
হৃদয়ের বিবর্ণ অতীত ।
অনুভূত হয় এক অব্যক্ত যন্ত্রনা
ভেসে ওঠে এক একটা প্রতিচ্ছবি
নয়ন অশ্রুসিক্ত নোনা জলে।
যাক না মুছে চিরতরে অতীত
সমুদ্রের ওই ঢেউয়ের সাথে
কিন্তু সে যে আরও শক্ত হয়ে
আঁকড়ে থাকে হৃদয়তটে ।
আঁধার রাতে সমুদ্রের স্বচ্ছ ঢেউয়ে
আবার অতীতকে বিসর্জন না দিয়েই
বর্তমানের কোমল হাতটি ধরি ।
অতীত আর বর্তমানের হাত ধরে
বেলাভূমিতে সুদীর্ঘ পথ অতিক্রম করেছি
রয়েছে অসংখ্য পদচিহ্ন ।
ভবিষ্যৎ জানবে আমি তো ছিলাম
সুদীর্ঘ কাল অপেক্ষামান ।।