মানুষ আছে মনুষ্যত্ব নেই চোখ থেকেও অন্ধ!
হাসছে কেউ, কাঁদছে কেউ ,ফায়দা লুটেরা জব্দ ?
জনগণ সাধারণ নাগরিক ভোটদাতা, আছে কি বা মূল্য?
দ্রব্যমূল্য বৃদ্ধি, বেকারত্ব, শিল্প হ্রাসেও যারা বাকরুদ্ধ।
ধর্ম নিয়ে রাজনীতি করে, প্রতিশ্রুতি , উন্নয়ন, শপথ বাক্য ভুলে,
আমরা তোমরা ফাঁসে জর্জরিত, মানুষ ,সমাজ যাচ্ছে রসাতলে ।
মহার্ঘ যেখানে কর্মসংস্থান ,ভাতায় কি আর পেট ভরে?
সাধারণের কথা ভাবে কোন জন, এই বৃহৎ জগৎ সংসারে!
স্বাস্থ্য, শিক্ষা,নিরাপত্তা ধুঁকছে সেই কবে থেকে!
অতীত বর্তমান দেখে শুনেও হুঁস ফিরছে কি সমাজের ?
বিচারের আশায় আন্দোলন, রাস্তায় ভাসে জন সমুদ্র।
দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ, সত্যের জয় অনিবার্য।
ইতিহাসের পাতা সাক্ষী থাকে, অপরাধের কোন ক্ষমা নেই,
আজ যে রাজা কাল সে ফকির, সময়ের চাকা গড়াবেই।
একদিনে হবে না , কিন্তু একদিন তো হবেই,
আশায় বুক বাঁধে প্রার্থনা , আগামীর সেই দিন কবে আসবে…?