স্বপ্নের পৃথিবী ছেড়ে যেদিন যাব ঐ তারার দেশে
তোমাকে ও সঙ্গে নেব মিলবো মোরা কবির বেশে।
আমার জন্য না হয় তুমি লিখলে হাজার কাব্য কথা
মৃত্যুর পরেও রয়েই যাবে তোমার আমার প্রেমের গাঁথা।
আমায় নিয়ে পদ্য লেখা নয়তো অত সহজ কথা
তোমার উপন্যাসের নায়িকার মন ভেজানো গোপন ব্যথা।
একরাশ সম্মান আর ভালোবাসার বাঁধন ছিঁড়ে
দুজনে বাঁধবো ঘর ঐ স্বপ্ন মাখা অচিনপুরে।
তোমার আমার সম্পর্ক নাহয় সেথায় রইল গোপন
কলম নীরব সাক্ষী হয়ে লিখল নাহয় মনের কথন।
যদি কবিতায় বৃষ্টি নামাও অঝোর ধারায় ভিজবো আমি
বৃষ্টিস্নাতা আমায় তখন নতুন করে চিনবে তুমি।
যদি কবিতায় তোমার বিরহ ঝরে শ্রাবণ আমার নামবে চোখে
সেই শ্রাবণে ভিজিয়ে নিয়ে অবাক হোয়ো আমায় দেখে।
যদি তোমার লেখায় প্রেম জোয়ারের আগুন ওঠে
ফাগুন রঙের আবির মেখে ঠোঁট ডোবাবো তোমার ঠোঁটে।
তোমার লেখার উৎস হব,কলমের কবিতা হব
দিনশেষে আমিই তোমার বেঁচে থাকার সবটা হব।
আঁধার রাতে তুমি বরং যত্ন করে সোহাগ দিও
তুমি তোমার সবটা ভুলে আমার দুঃখ রাতের কবিই হয়ো।।