এইদিন ওয়েবডেস্ক,নড়াইল,০৭ মার্চ : বাংলাদেশের নড়াইলের মিজার্পুর ইউনাইটেড ডিগ্রি কলেজের হিন্দু শিক্ষক স্বপন কুমার বিশ্বাসের বিরুদ্ধে ধর্মনিন্দার ভুয়ো অভিযোগ তুলে তার উপর হামলা চালিয়েছিল জিহাদির দল । পুড়িয়ে দেওয়া হয় তার বাইকটি । স্বপনবাবুকে অফিস থেকে টেনে বের করে জুতোর মালা পড়িয়ে ঘুরিয়েছিল কট্টরপন্থীরা । এবার কলেজের ওই শিক্ষকের হাতে একটি নতুন মোটরসাইকেল তুলে দিলেন বাংলাদেশের নাট্যকার রামেন্দু মজুমদারের জামাতা সৈয়দ আপন আহসান ৷ শনিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে তার হাতে মোটরসাইকেলটি তুলে দেওয়া হয়েছে ।
প্রসঙ্গত,নড়াইলের মিজার্পুর ইউনাইটেড ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বে রয়েছেন স্বপন কুমার বিশ্বাস । ওই কলেজের একাদশ শ্রেণির এক ছাত্র নিজের ফেসবুকে আইডিতে বিজেপির প্রাক্তন মুখপাত্র নূপুর শর্মার সমর্থনে একটি ছবিসহ পোস্ট করেছিলেন । আর এতেই বেজায় চটে যায় স্থানীয় কট্টরপন্থী মুসলিমরা । গত বছর ১৮ জুন ঘটনার দিন তারা ওই হিন্দু ছাত্রকে পিটিয়ে মারার পরিকল্পনা করে শতাধিক সংখ্যায় কলেজে এসে জড়ো হয় । প্রাণ বাঁচাতে অধ্যক্ষের ঘরে আশ্রয় নেয় ওই পড়ুয়া । জিহাদির দল দাবি তোলে ছাত্রটিকে তাদের হাতে তুলে দিতে হবে । কিন্তু স্বপনবাবু তা না করে ছাত্রটির প্রাণ বাঁচাতে পুলিশকে খবর দিয়ে দেয় । আর এতেই ক্ষিপ্ত হয়ে জিহাদিরা স্বপনবাবুর সহ আরও তিনটি মোটরসাইকেলে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয় । আর পুলিশের সামনেই কার্যত জিহদিদের এই তান্ডব চলে ।
ওই ঘটনার অন্তত ১০ জন ছাত্র আহত হন । প্রশ্ন ওঠে পুলিশের ভূমিকা নিয়েও । কারন পুলিশের সামনেই অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাস এবং ওই হিন্দু ছাত্রটির গলায় জুতারমালা পরিয়ে ঘোরায় জিহাদির দল । অধ্যক্ষ ও পড়ুয়াকে বাঁচানোর কোনো চেষ্টাই দেখা যায়নি পুলিশের মধ্যে ।।