এইদিন স্পোর্টস নিউজ,২১ সেপ্টেম্বর : দুই চির প্রতিদ্বন্দ্বী দেশ ভারত- পাকিস্তান ম্যাচ মানেই আলাদা উত্তেজনা । বিশেষ করে পহেলগামে পাকিস্তানি ও স্থানীয় সন্ত্রাসীদের হামলার পর দীর্ঘ দিন বাদে দু’দেশ ফের মাঠে মুখোমুখি হয়েছে ৷ প্রথম ম্যাচেই টিম ইন্ডিয়ার সূর্যকুমার যাদবরা বুঝিয়ে দিয়েছেন যে পাকিস্থানকে তারা স্বাভাবিকভাবে নিতে পারছেন না । ম্যাচটি শোচনীয়ভাবে হেরে যায় পাকিস্তান । তারপর থেকে পাকিস্তানি খেলোয়াড়রা ভারতের জুজু দেখছে । ভারতের নাম শুনলেই তীব্র চাপে পড়ে যাচ্ছে তারা । এবারে খেলোয়াড়দের ভারতভীতি কাটাতে মনোবিদ নিয়োগ করল পাকিস্তান দল ।
সবশেষ এশিয়া কাপের গ্রুপ পর্বে ভারতের কাছে পাত্তা পায়নি পাকিস্তান। তাই সুপার ফোরে ভারতের বিপক্ষে নামার আগে ক্রিকেটারদের জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি মনোবিদ নিয়োগ করেছে বলে খবর । পাকিস্তান শিবিরে বিশেষ ভাবে ডাকা হয়েছে ডঃ রাহিল করিমকে। খেলাধুলো-সহ বিভিন্ন ক্ষেত্রে তার অনেক অভিজ্ঞতা রয়েছে। অতীতে অনেক দলের সঙ্গে কাজ করেছেন তিনি ।
দলীয় সূত্রের উদ্ধৃতি দিয়ে পাকিস্তানি সংবাদ মাধ্যম সামা টিভি জানিয়েছে, খেলোয়াড়দের মানসিক চাপ কাটানো এবং ম্যাচের সময় যেন স্থির থাকতে পারে সেটা নিয়ে কাজ করবেন ডঃ রাহিল। ক্রিকেটাররা কীভাবে মনোযোগ ধরে রাখবে, মানসিকভাবে শক্তিশালী ও পজিটিভ থাকবে, বিশেষ করে যখন মাঠে তীব্র চাপ অনুভব করবে; তার সেশনে সেসব নিয়ে কাজ হবে।
চলতি এশিয়া কাপে হ্যান্ডশেক বিতর্ক থেকে শুরু করে আসর বয়কটের আলোচনা, দুদলের লড়াইয়ে যোগ করেছে বাড়তি উত্তাপ। তাই সুপার ফোরের ম্যাচে পাকিস্তানি ক্রিকেটাররা যাতে উদ্বিগ্ন হয়ে না পড়ে, বাইরে চলা কথাবার্তায় যেন মনোযোগে বিঘ্ন না ঘটে এবং চাপকে যেন পারফরম্যান্সে কাজে লাগাতে পারেন সেটা নিয়ে দিকনির্দেশনা দেবেন রাহিল।
দুই প্রতিদ্বন্দ্বীর এশিয়া কাপে দ্বিতীয় হাইভোল্টেজ ম্যাচটি আজ রবিবার (২১ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে । টসে জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠিয়েছে ভারত৷ প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তান দুই ওভারে কোনো উইকেট না হারিয়ে ১৭ রান করেছে।।