এইদিন ওয়েবডেস্ক,মস্কো,২২ আগস্ট : বিশ্বজুড়ে সন্ত্রাসবাদ নিয়ে দীর্ঘদিন ধরে সতর্ক করে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । তার উপর পাকিস্থানের সন্ত্রাসবাদ নিয়ে কঠোর মনোভাব, কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপ এবং পরবর্তীকালে নূপুর শর্মার কথিত ধর্মনিন্দার ঘটনায় বিজেপির শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে এককাট্টা হয়ে গেছে কট্টরপন্থী ও সন্ত্রাসবাদী সংগঠনগুলি । এবারে কুখ্যাত সন্ত্রাসবাদী সংগঠন ইসলামিক স্টেটের (আইএসআইএস) ভারতে ভয়ঙ্কর হামলার গোপন ষড়যন্ত্র প্রকাশ্যে এল । ভারত সরকারের এক হাইপ্রোফাইল নেতাকে হত্যার উদ্দেশ্যে রওনা হওয়া ইসলামিক স্টেটের এক ফিদায়েঁ জঙ্গিকে গ্রেফতার করল রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস ফর রাশিয়ান ফেডারেশন (এফএসবি) । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ইসলামিক স্টেট টার্গেট করেছে বলে মনে করা হচ্ছে ।
এফএসবি জানিয়েছে,ধৃত সন্ত্রাসবাদী মধ্য এশিয়ার একটি দেশের বাসিন্দা, যে ভারতের ক্ষমতাসীন দলের একজন নেতাকে হত্যা করতে ভারতে যাচ্ছিল । আত্মঘাতী হামলার মাধ্যমে এই হত্যাকাণ্ড ঘটানোর ষড়যন্ত্র করেছিল । ওই আত্মঘাতী জঙ্গিকে এই কাজে নিযুক্ত করেছিল তুরস্কের এক আইএসআইএস নেতা । আর এজন্য ওই জঙ্গিকে তুরস্কে প্রশিক্ষণও দেওয়া হয়েছে । প্রশিক্ষণে উত্তীর্ণ হওয়ার পর তাকে রাশিয়ায় যাওয়ার নির্দেশ দেওয়া হয় । সেখানে গোপন কিছু কাজ মিটিয়ে ভারতে এসে হাইপ্রোফাইল হত্যাকাণ্ড ঘটাতে আসছিল । আর তখনই সে ফেডারেল সিকিউরিটি সার্ভিস ফর রাশিয়ান ফেডারেশনের হাতে ধরা পরে যায় ।।