এইদিন ওয়েবডেস্ক,মালদা,০৭ আগস্ট : মিনিট খানেকের ঝড়ের তান্ডবে লন্ডভন্ড হয়ে গেল মালদা জেলার হরিশ্চন্দ্রপুর-২ ব্লকের ব্লকের সুলতান নগর অঞ্চলের পিরগঞ্জ গ্রাম । বহু ঘরবাড়ি ও গাছপালা ভেঙে পড়েছে ৷ ঝড়ের তান্ডবে প্রায় ৭০টির মতো পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে ।
জানা গেছে,বুধবার সন্ধ্যার দিকে হঠাৎ করেই পীরগঞ্জ গ্রামের উপর দিয়ে প্রবল গতিতে ঘূর্ণিঝড় বয়ে যায় । ঝড়ের তান্ডবে ভেঙে যায় বহু ছোটবড় গাছপালা । বহু বাড়ির করগেটের ছাউনি উড়ে যায় । প্রায় ৭০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে । আজ বৃহস্পতিবার সাত সকালে ব্লক প্রশাসনের পক্ষ থেকে এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় ।।

