এইদিন ওয়েবডেস্ক,রাজকোট(গুজরাট),১৯ ডিসেম্বর : গুজরাটের রাজকোটের জাসদানের ঘেলা সোমনাথ মন্দিরে জলাভিষেক করতে গেলে এবার থেকে পূণ্যার্থীদের ৩৫১ টাকা করে দিতে হবে । কালেক্টরের এই সিদ্ধান্তের পর তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে এলাকায় । সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে জাসদনের সামাজিক নেতৃবৃন্দ ও সান্ত সমাজ ।
প্রসঙ্গত,প্রতি বছর প্রচুর সংখ্যক শিব ভক্ত রাজকোটের জাসদানের ঘেলা সোমনাথ মন্দিরে যান। এতদিন তাঁরা বিনামূল্যেই মহাদেবের জলাভিষেক করতে পারতেন । কিন্তু জাসদন ঘেলা সোমনাথ মন্দিরের ভাইস প্রেসিডেন্ট ও ডেপুটি কালেক্টর সোমনাথ মন্দিরে জলাভিষেক করার জন্য পূণ্যার্থী পিছু ৩৫১ টাকা করে ধার্য করেছেন । আর এর পরেই জাসদনের সামাজিক নেতৃবৃন্দ ও সান্ত সমাজ ডেপুটি কালেক্টরের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে আন্দোলনের ডাক দিয়েছেন । যদিও এই বিষয়ে জসদনের ঘেলা সোমনাথ মন্দিরের সহ-সভাপতি তথা ডেপুটি কালেক্টর জানিয়েছেন, ব্যক্তিগত স্বার্থের কারণে অনেকেই প্রতিবাদ করছেন । তবে জলাভিষেক থেকে যে টাকা আসবে তা যাত্রী সুবিধায় ব্যবহার করা হবে। উল্লেখ্য, রাজকোটের কালেক্টর ঘেলা সোমনাথ ট্রাস্টের চেয়ারম্যান ।।