দিব্যেন্দু রায়,আউশগ্রাম(পূর্ব বর্ধমান),২৯ অক্টোবর : পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামের তকিপুরের শতাব্দী প্রাচীন দেবী বড়কালী বিসর্জনকে ঘিরে পূণ্যার্থীদের ঢল নামলো । বিসর্জন ঘিরে শনিবার দুপুরে তকিপুরের দিঘির পাড়ে লাখ খানেক পূণ্যার্থীর সমাগম হয়েছিল । কঠোর পুলিশি নিরাপত্তা ব্যবস্থা ছিল । ড্রোন ক্যামেরায় সাহায্যে নজরদারি চালানো হয় । দূর্ঘটনা পরিস্থিতির জন্য আগাম সতর্কতা হিসাবে বিপর্যয় মোকাবিলা দফতরের বাহিনীও মজুত ছিল । তবে শান্তিপূর্ণ ভাবেই বিসর্জন পর্ব মিটেছে বলে জানিয়েছেন পূর্ব বর্ধমানের ডিএসপি(ডিএনটি) বীরেন্দ্র কুমার পাঠক ।
কথিত আছে,বর্ধমানের মহারাজা স্বপ্নাদেশ পেয়ে এই পুজোর সূচনা করেছিলেন । জঙ্গল থেকে দেবীকে উদ্ধার করে এনে তিনি পূজো শুরু করেন । তখন থেকেই তকিপুরে প্রায় ২০ ফুট উচ্চতার কালী মূর্তির পূজো হয়ে আসছে । তবে কালীপূজো ও ভাইফোঁটা পর্ব মেটার পরেই দেবীকে বিসর্জন দেওয়া নিয়ম । বিসর্জন ঘিরে আউশগ্রাম ছাড়াও আশপাশের মঙ্গলকোট, ভাতার,বর্ধমান এলাকা থেকে কাতারে কাতারে পূণ্যার্থী তকিপুরে এসে জমায়েত হন । এবারেও তার ব্যাতিক্রম হয়নি ।।