এইদিন ওয়েবডেস্ক,বিরাটনগর(নেপাল),০৭ সেপ্টেম্বর : রাধাকৃষ্ণের রথযাত্রা ঘিরে পূণ্যার্থীদের ঢল নামলো নেপালের বিরাটনগরে । বিগত ৫৫ বছর ধরে এই রথযাত্রার আয়োজন করা হচ্ছে । প্রতি বছর শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর পরদিন বিরাটনগরে রথযাত্রা বের হয়ে আসছে । রথযাত্রাটি আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় বিরাটনগরের রাধাকৃষ্ণ মন্দির তিনপাইনি থেকে শুরু হয় । তারপর ট্রাফিক চক-রোডশেশ চক-বাস পার্ক-মহেন্দ্র চক-ভৃকুটি চক-বড়গাছি চক, দুর্গা চক হয়ে রাধাকৃষ্ণ মন্দিরে গিয়ে শেষ হবে । হাজার হাজার পূণ্যার্থী এই রথযাত্রায় অংশগ্রহণ করে ।
১৯৮৮ সালে জন্মাষ্টমীর পরদিন খেয়াযাত্রার মধ্য দিয়ে শুরু হয় বিরাটনগরের এই ধর্মীয় অনুষ্ঠান । ২০২৪ সাল থেকে রথযাত্রায় পরিণত হয় । এই ধর্মীয় উৎসবে এবার নেপাল ও ভারতের ভক্তদের পাশাপাশি নেপালের বিভিন্ন শহরের প্রচুর মহিলাও অংশ নিয়েছেন । রাধাকৃষ্ণ প্রতিমাকে একটি আকর্ষণীয় সজ্জিত রথে চড়ে শহর ভ্রমণ করা হয় । বিরাটনগর রথযাত্রা মূলত হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠান হলেও অন্যান্য ধর্মাবলম্বীরাও সমানভাবে অংশগ্রহণ করে ।
এদিকে রথযাত্রায় পূণ্যার্থীদের সুবিধার্থে বিরাটনগরের বিভিন্ন স্থানে পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে । রয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থাও । জেলা পুলিশ কার্যালয় থেকে জানানো হয়েছে যে রথযাত্রার জন্য পাঁচ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে রথযাত্রার সময় সন্দেহজনক গতিবিধির কারনে ৩৮ জনকে আটক করেছে পুলিশ ।।