এইদিন ওয়েবডেস্ক,পোল্যান্ড,১৯ জুন : বিশ্বের অমুসলিম দেশগুলিতে মুসলিম অনুপ্রবেশ মূর্তিমান সমস্যা হয়ে দাঁড়িছে । দেশগুলির দুর্বল অবিভাসন নীতির কারনে কোটি কোটি মুসলিম অনুপ্রবেশকারী জবরদস্তি গিয়ে আশ্রয় নিচ্ছে । মানবিকতার খাতিরে তাদের আশ্রয় দিলেও সন্ত্রাসী কর্মকাণ্ড ব্যাপক হারে বেড়ে যাচ্ছে দেশে । ফলে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে কার্যত চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে দেশগুলির নিরাপত্তা কর্মীদের ৷ তবে মুসলিমদের অনুপ্রবেশ রুখতে অভিনব পন্থা অবলম্বন করেছেন পোলিশ কৃষকরা । অবৈধ অভিবাসীদের তাদের দেশে পাড়ি দেওয়া বন্ধ করতে সীমান্তবর্তী কৃষি জমিতে শুকরের মল ছড়াচ্ছেন তারা ।
প্রসঙ্গত,বেলারুশিয়ান রাষ্ট্রপতি আলেকজান্ডার লুকাশেঙ্কো ২০২০ সালে তার বিতর্কিত পুনঃনির্বাচনের পরে ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা জারি করেছে । বেলারুশের বিরোধী নেতারা নির্বাচনে কারচুপির জন্য লুকাশেঙ্কোকে অভিযুক্ত করেছেন, যার ফলে হাজার হাজার মানুষ প্রতিবাদে রাস্তায় নেমেছে। সেই বিক্ষোভ নৃশংসভাবে দমন করা হচ্ছে বলে অভিযোগ । অনেক বিরোধী নেতাকে হয় নির্বাসনে বা জেলে যেতে বাধ্য করা হয়েছে । এদিকে ইইউকে দুর্বল করার প্রয়াসে, বেলারুশ অভিবাসীদের তাদের দেশের মধ্য দিয়ে ভ্রমণ করতে এবং পোল্যান্ড, লিথুয়ানিয়া এবং লাটভিয়ায় পাড়ি দিতে সহায়তা করেছে। যার ফলে বিপাকে পড়ে গেছে ওই সমস্ত দেশগুলি । শরণার্থীরা মূলত ইরাক, আফগানিস্তান, মধ্যপ্রাচ্য এবং আফ্রিকা মহাদেশের নাগরিক ।
একারণে ইইউ ভুক্ত দেশগুলির জনসংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে,২০২৩ সালে পোল্যান্ডের পূর্ব প্রতিবেশী থেকে প্রায় ২৬,০০০ অভিবাসী প্রবেশ করেছে। এটি আগের বছরের তুলনায় প্রায় দশ হাজার বেশি । ওই অনুপ্রবেশকারীরা মূলত মুসলিম সম্প্রদায়ের লোকজন । পোলিশ কৃষকরা এখন অনুপ্রবেশকারীদের জোয়ার ঠেকানোর জন্য বিষয়গুলো নিজেদের হাতে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
সোশ্যাল মিডিয়া চ্যানেলে পোস্ট করা ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, পোলিশ-বেলারুশ সীমান্তে কৃষকরা শূকরের মল বা গু স্প্রে করছেন। একজন কৃষক বলেছেন,’আমরা পোলিশ সেনার সাথে একাত্মতা প্রদর্শন করছি ৷ আমরা ক্ষমতায় থাকা লোকদের দেখাব কীভাবে আমাদের অঞ্চল সুরক্ষিত করা যায়।’ অন্য একজন কৃষক বলেছেন,’আইন অনুযায়ী সবকিছু করা হবে। আমরা আশা করি যদি আমরা শূকরের সার স্প্রে করি, অবৈধ অভিবাসীরা তাদের বিশ্বাস অনুসরণ করলে এই উপত্যকা অতিক্রম করবে না।’পোলিশ কৃষকরা অনুমান করেন যে বেশিরভাগ অভিবাসী মুসলমান, যারা শূকরকে অপবিত্র প্রাণী হিসাবে বিবেচনা করে। এদিকে পোল্যান্ড তার সীমান্ত নিরাপত্তা জোরদার করেছে এবং গত সপ্তাহে প্রায় ৬০ কিলোমিটার নো-এন্ট্রি বাফার জোন পুনর্বহাল করেছে ।।