এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,৩০ সেপ্টেম্বর : ভারতে ইসলামি শাসন কায়েম করতে বড়সড় ষড়যন্ত্র চালাচ্ছিল কট্টরপন্থী সংগঠন পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া (পিএফআই) । আর এই কর্মকাণ্ড চালানোর জন্য অর্থায়ন হত মুসলিম রাষ্ট্রগুলি থেকে । দুটি বিদেশী গোয়েন্দা সংস্থা পাকিস্তানের ‘আইএসআই’ এবং তুরস্কের ‘এমআইটি’-এর সাথে পিএফআই-এর যোগসূত্র পেয়েছে তদন্তকারী দল । এনআইএ তদন্তে জানতে পেরেছে,তুর্কি ও পাকিস্তানি গোয়েন্দা সংস্থার এই জোট জিহাদের নামে আন্তর্জাতিক অর্থায়ন করছিল। এই অর্থ কাশ্মীর এবং অন্যান্য রাজ্যে ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদী কর্মকান্ড চালাতে ব্যবহার করা হয়েছিল । হাওয়ালার মাধ্যমে ভারতে টাকা পাঠানো হয়েছে । তদন্তকারী সংস্থার সঙ্গে যুক্ত একটি সূত্র জানিয়েছে,ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক এই চক্রান্তে পিএফআই যুক্ত থাকার বিষয়ে গোয়েন্দা ও সংস্থার হাতে গুরুত্বপূর্ণ বহু তথ্য রয়েছে ।
অর্থ পাচারের সন্দেহে বিগত ২ বছরে পিএফআই নেতাদের বেশ কয়েকটি অফিস এবং বাড়িতে অভিযান চালিয়েছিল ইডি । গ্রেফতার করা হয়েছিল বেশ কিছু পিএফআই নেতাকে । তদন্তে দেখা গেছে যে পিএফআই উপসাগরীয় দেশগুলিতে তহবিল সংগ্রহের জন্য ইসলামের নামে একটি নেটওয়ার্ক তৈরি করেছিল । সেই অর্থ হাওয়ালার মাধ্যমে ভারতে পাঠানো হত । সূত্রের খবর,দুই বছরে ফিলিস্তিন ইস্যুতে আয়োজিত একটি কর্মসূচিতে পিএফআইয়ের দুই নেতা তুরস্ক সফর করেন ।
এনআইএ জানতে পেরেছে,২০২০ সালে পিএফআই তার সহযোগীদের জন্য ‘আধুনিক তুরস্কের ইসলামে প্রত্যাবর্তন’ বিষয়ে একটি অনলাইন আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছিল। এতে, পিএফআই তুরস্কে ইসলামী শাসন প্রতিষ্ঠার জন্য তুরস্কের রাষ্ট্রপতির প্রশংসা করেছে। যে সংস্থাটি তুরস্কে এই অনুষ্ঠানের আয়োজন করেছিল তার বিরুদ্ধে সিরিয়ায় আল-কায়েদান সংশ্লিষ্ট সন্ত্রাসীদের অস্ত্র সরবরাহের অভিযোগ রয়েছে। তদন্ত সংস্থা সম্প্রতি একটি রিপোর্টে দাবি করেছে যে পিএফআই যুবকদের লস্কর-ই-তৈয়বা, আল কায়েদা এবং আইএসআইএস-এর মতো সন্ত্রাসী গোষ্ঠীতে যোগ দেওয়ার জন্য মগজ ধোলাই করছিল ।
বৃহস্পতিবার সকালে নিষেধাজ্ঞার ২৪ ঘন্টার মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার অফিসিয়াল টুইটার হ্যান্ডেলটি বন্ধ করে দিয়েছে টুইটার ইন্ডিয়া । পিএফআই-এর এই টুইটার হ্যান্ডেলে প্রায় ৮০ হাজার ফলোয়ার ছিল । এর সঙ্গে বন্ধ করে দেওয়া হয়েছে পিএফআই সভাপতি ওএমএ সালাম ও সাধারণ সম্পাদক আনিস আহমেদের টুইটার অ্যাকাউন্টও । অভিযানে দুজনকেই গ্রেফতার করে এনআইএ । তবে পিএফআই-এর অধিকাংশ রাষ্ট্রীয় অ্যাকাউন্ট চালু আছে । এর পাশাপাশি বিভিন্ন রাজ্যে পিএফআই অফিস সিল করার প্রক্রিয়া চলছে। আসামের তিনটি পিএফআই অফিস সিল করে দেওয়া হয়েছে ।।