এইদিন ওয়েবডেস্ক,পালাক্কাদ(কেরালা),২২ এপ্রিল : গত সপ্তাহে কেরালার পালাক্কাদ (Palakkad) জেলায় আরএসএস কর্মী বছর পঁয়তাল্লিশের এসকে শ্রীনিবাসন (SK Sreenivasan) কে কুপিয়ে খুন করে পালিয়েছিল দূষ্কৃতীরা । এবার এই ঘটনায় পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া (PFI) এবং পিএফআইয়ের রাজনৈতিক শাখা সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া (SDPI) মিলে মোট ৪ ক্যাডারকে গ্রেফতার করল পুলিশ । পুলিশ জানায় ধৃতদের নাম মহম্মদ বিলাল(২২), মহম্মদ রিজওয়ান (২০ ),এ রিয়াসুদিন (৩৫) এবং সাহাদ (২২) । ধৃতরা ঘটনাস্থলে উপস্থিত থাকলেও হামলার সাথে সরাসরি জড়িত ছিলেন না বলে জানিয়েছেন এডিজিপি (আইন শৃঙ্খলা) বিজয় সাখারে । তিনি বলেন, ‘এই ঘটনায় আরও ১৪-১৫ জনকে চিহ্নিত করা হয়েছে । খুব শীঘ্র তাদের গ্রেফতার করা হবে ।’
আরএসএসের প্রাক্তন জেলা কার্যকর্তা ছিলেন শ্রীনিবাসন । পালাক্কাদে তাঁর মোটরসাইকেলের দোকান রয়েছে । গত ১৬ এপ্রিল ছয়জনের একটি দল ধারালো অস্ত্র নিয়ে সেখানে চড়াও হয়ে শ্রীনিবাসনকে এলোপাথাড়ি কুপিয়ে খুন করে পালায় ।
উল্লেখ্য,গত বছরের নভেম্বরে পালাক্কাদে খুন হয়েছিলেন সঞ্জিত নামে এক যুবক । আর এই খুনে হাত ছিল পিএফআইয়ের । সঞ্জিতকে খুনের প্রতিশোধ নিতে গত ১৫ এপ্রিল কয়েকজন আরএসএস কর্মী পিএফআইয়ের সদস্য বছর তেতাল্লিশের সুবের (subair)কে খুন করে । সুবেরকে খুনের ঘটনায় তিন আরএসএস কর্মী রমেশ, অরুমুঘন এবং সারাভাননকে মঙ্গলবার গ্রেপ্তার করে পুলিশ । জেরায় পুলিশ জানতে পারে সঞ্জিতের ঘনিষ্ঠ বন্ধু রমেশই সুবেরকে খুনের ব্লুপ্রিন্ট তৈরি করেছিল । শুক্রবার জুমার নামাজ পড়ে বাবার সঙ্গে বাড়ি ফেরার পথে ইলাপুল্লিতে সুবেরকে খুন করা হয় । আর তার ২৪ ঘন্টার মধ্যেই খুন হন আরএসএস কর্মী এসকে শ্রীনিবাসন । স্থানীয় বাসিন্দাদের দাবি সুবেরকে খুনের বদলা নিতেই শ্রীনিবাসনকে খুন করেছে পিএফআইয়ের লোকজন । শুক্রবার থেকে ২৪ ঘন্টার মধ্যে ঘটে যাওয়া দুটি খুনের পিছনেই গভীর ষড়যন্ত্র রয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত ডিরেক্টর জেনারেল অফ পুলিশ (আইন শৃঙ্খলা) বিজয় সাখারে (Vijay Sakhare) । তিনি বলেন, ‘পরিকল্পিত হত্যাকাণ্ড বন্ধ করা খুবই কঠিন এবং দুটি হত্যাই সুপরিকল্পিত ।’ তবে শ্রীনিবাসনকে খুনের ঘটনা শুক্রবার পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া নেতা সুবেরকে হত্যার প্রতিশোধ নয় বলে তিনি জানান ।।