এইদিন ওয়েবডেস্ক,নয়া দিল্লি,২৭ মার্চ : ফের উর্ধমুখী পেট্রোল-ডিজেলের দাম । রবিবার লিটার প্রতি পেট্রোল ৫০ পয়সা এবং ডিজেলের দাম ৫৫ পয়সা বেড়েছে । চলতি সপ্তাহে এনিয়ে ৫ বার পেট্রোল ও ডিজেলের দাম বাড়ালো তেল সংস্থাগুলি । এর আগে এর আগে ২২,২৩,২৫ ও ২৬ মার্চ পেট্রোল-ডিজেলের দাম লিটার পিছু ৮০ পয়সা করে বাড়ানো হয়েছিল । আরটিআইয়ের মাধ্যমে জানা গেছে, কেন্দ্র সরকার ২০২১ সালের এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত ৯ মাসে পেট্রোল এবং ডিজেল সহ পেট্রোলিয়াম পণ্যের কর বাবদ ৩,৩১,৬২১.০৭ কোটি টাকা সংগ্রহ করেছে । তার মধ্যে পেট্রোলিয়াম পণ্য আমদানিতে শুল্ক সংগ্রহ করা হয়েছে ৩৭,৬৫৩.১৪ কোটি টাকা । কেন্দ্রীয় আবগারি শুল্ক বাবদ সংগ্রহ হয়েছে ২,৯৩,৯৬৭.৯৩ কোটি টাকা । কেন্দ্র সরকার মোট ১৩ বার শুল্ক বাড়ালেও দাম কমানো হয়েছে মাত্র ৪ বার ।
মুডি’স রেটিং এজেন্সি একটি রিপোর্ট অনুযায়ী আইওসি,বিপিসিএল এবং এইচপিসিএলের মত ভারতের শীর্ষ পেট্রোলিয়াম পন্য বিক্রেতাগুলি নভেম্বর থেকে মার্চের মধ্যে প্রায় 19 হাজার কোটি টাকা রাজস্ব হারিয়েছে । আর সেই লোকসান এড়াতে সরকার শোধনাগারগুলিকে দাম বাড়ানোর অনুমতি দেবে বলে মনে করা হচ্ছে । তবে একবারে না বাড়িয়ে ধীরে ধীরে বাড়ানো হবে পেট্রোল এবং ডিজেলের দাম । পিএইচডি চেম্বার অফ কমার্সের (PHDCC) সভাপতি প্রদীপ মুলতানি একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন,দিন দিন যেভাবে দাম বাড়ছে তাতে পেট্রোল ও ডিজেলকে জিএসটির আওতায় আনলে অনেক উপকার হবে । এটা অর্থনীতির জন্য ভালো হবে ।।