এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২২ নভেম্বর : ‘: “ভুত আমার পুত, পেত্নী আমার ঝি,রাম-লক্ষ্মন সাথে আছে, ভয়টা আমার কি ।” ভুত সম্পর্কে মানুষের বরাবরের যে একটা ভীতি আছে, গ্রাম বাংলায় প্রচলিত ভুত তাড়ানোর তথাকথিত এই ‘মন্ত্র’ই তার প্রকৃষ্ট প্রমান । তবে ভুতের অস্তিত্ব নিয়ে বিতর্ক চিরন্তন কাল ধরে চলে আসছে । বহু মানুষ আছেন যাঁরা ভুতের অস্তিত্বের কথা মানতেই চান না । তাঁদের কথায় এসব গাজাখুরি গল্প । তাই ভুত বা আত্মার অস্তিত্ব নিয়ে বিতর্ক মেটাতে প্যারানর্ম্যাল সোসাইটির সদস্যদের ক্যামেরার সামনে অত্যাধুনিক যন্ত্রপাতি দিয়ে রীতিমত গবেষনা করতে দেখা যায় । তাঁদের কথায়,এই প্রকৃতিতে পজিটিভ ও নেগেটিভ এনার্জির অস্তিত্ব আছে । যাকে মানুষ ভুত ভাবেন আসলে তা ওই সমস্ত এনার্জি বলে তাঁদের দাবি ।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইর্যাল হয়েছে । ভিডিওটি যদি সত্যিই আসল হয় তাহলে প্যারানর্ম্যাল সোসাইটির দাবিকে সত্য প্রমানিত করে । ভিডিওতে দেখা গেছে, গভীর রাতে একটি কালো কুকুর একটি সাদা কুকুরের সঙ্গে খেলা করছে । কিন্তু কালো কুকুরটি স্পষ্ট দেখা দেখা গেলেও সাদা কুকুরটিকে অস্পষ্ট । ধোঁয়ার মতো ওই কুকুরটি কালো কুকুরটির সঙ্গে একটি বাড়ির সামনে লনে ছোটাছুটি করছে । তবে মাঝে মাঝে ওই সাদা কুকুরের উজ্জ্বল চোখ দুটো স্পষ্ট বোঝা যাচ্ছে ।
জানা যায়,ভিডিওটি আসলে অস্ট্রেলিয়ার বাসিন্দা জেক ডেমার্কো নামের জনৈক এক ব্যক্তির বাড়ির সিসিটিভি ফুটেজ । আর কালো কুকুরটি তাঁর পোষা কুকুর । তিনি বলেন, ‘সিসিটিভির স্ক্রিনে বিষয়টি নজরে পড়ার পর বাইরে এসে দেখি সেখানে আদপেই কোনও সাদা রঙের কুকুর ছিল না । কেবল আমার পোষা কুকুরটি একা একা দৌড়াদৌড়ি করছে । কিন্তু ফের ঘরে এসে স্ক্রীনে চোখ রাখতেই ধোঁয়ার মত কুকুরের আকৃতির ওই প্রাণীটিকে দেখতে পাই । আসলে ওটা কোনও জীবন্ত কুকুরই ছিল না । ওটা একটা কুকুরের আত্মা ।’
তাঁর এই দাবির সপক্ষে জেক ডেমার্কো জানিয়েছেন, বাইরে থেকে কোনও প্রাণীই তাঁর বাড়িতে ঢুকতে পারবে না । কারন বাড়ির চারপাশে দেওয়া আছে উঁচু বেড়া । পাশাপাশি তিনি জানান, এই ঘটনা সচক্ষে দেখার পর তিনি ঘরের সমস্ত আলো জ্বেলে দেন । আতঙ্কে সারা রাত জেগে কাটিয়ে দেন । পরের দিন সকালে প্রতিবেশীদের ঘটনার কথা জানান । সেই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেন ওই ভিডিও ।।