এইদিন ওয়েবডেস্ক,পেরু,০৮ মে : পেরুতে একটি সোনার খনিতে আগুন লেগে অন্তত ২৭ শ্রমিকের জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হয়েছে । পেরুর আরেকুইপা অঞ্চলের ‘লা এসপেরানজা’ নামে ওই সোনার খনিতে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে । দুইজনকে জীবিত উদ্ধার করা গেলেও বাকি শ্রমিক অগ্নিদগ্ধ হয়ে মারা যায় । পেরুতে কয়েক দশকের মধ্যে এটিই সবচেয়ে ভয়াবহ খনি দুর্ঘটনা । প্রাথমিকভাবে অনুমান বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত । খনিটি পুনরায় ব্যবহার উপযোগী করতে ৩০ জনের একটি বিশেষজ্ঞ দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। এর অনেক পরে সেখানে উদ্ধার কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম । আগুন লাগার সময় ঠিক কতজন শ্রমিক খনির অভ্যন্তরে কাজ করছিল তা স্পষ্ট নয় । ফলে মৃতের সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ।
প্রতিবেদনে জানা গেছে,শনিবার আগুন লাগার সময় খনি শ্রমিকরা ভূপৃষ্ঠ থেকে প্রায় ৮০ থেকে ১০০ মিটার নিচে কাজ করছিলেন । ওই সোনার খনিটি খুবই প্রত্যন্ত অঞ্চলে থাকায় সেখানে পুলিশের সড়কপথে সেখানে পৌঁছতে প্রায় ৯০ মিনিট সময় লেগে যায় । এলাকাটি থেকে সবচেয়ে কাছের শহর যেতে কয়েক ঘণ্টা সময় লাগে । ফলে সেখান থেকে উদ্ধারকারী দল আসতে বহু সময় লেগে যাওয়ায় উদ্ধার অভিযান অনেক পরে শুরু হয় ।
উল্লেখ্য,বিশ্বের সবচেয়ে বেশি সোনা উৎপাদনকারী দেশগুলির মধ্যে পেরু অন্যতম । প্রতি বছর পেরুতে ১০০ টনের বেশি সোনা উৎপাদন হয় । যা বিশ্বের মোট সরবরাহের প্রায় ৪ শতাংশ ।।