এইদিন ওয়েবডেস্ক,ছিন্দওয়াড়া,১৯ ফেব্রুয়ারী : পিক আপ ভ্যানে রাখা ডিজেতে বাজছিল ধর্মীয় গান । ভ্যানের আগে পিছু যাচ্ছিল শিবভক্তদের শোভাযাত্রা । কিন্তু মুসলিম সম্প্রদায়ের কিছু মানুষ জোর করে ডিজে বন্ধ করে দিলে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে । এই ঘটনাকে ঘিরে শনিবার মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়ায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে । ঘটনার পর ক্ষুব্ধ হয়ে হিন্দুত্ববাদী সংগঠনগুলি থানার সামনে জড়ো হয়ে দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানায় । ঘটনাটি ঘটেছে ছিন্দওয়ারার চান্দ থানা এলাকার লালগাঁও গ্রামে ।
মিডিয়া রিপোর্টে জানা গেছে,এলাকায় মিশ্র জনসংখ্যা রয়েছে । মহাশিবরাত্রি উপলক্ষে শনিবার শিবভক্তরা একটি বড় র্যালি বের করেছিল । র্যালিটি লালগাঁওয়ের ভিতর দিয়ে যাওয়ার সময় কয়েকজন মুসলিম যুবক ডিজে রাখা পিকআপ ভ্যান আটকে দিয়ে ডিজে অফ করে দেয় । এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে । ভিডিওতে দেখা গেছে একজন নীল রঙের টি-শার্ট ও অন্যজন সাদা শার্ট পরা মুসলিম যুবক ডিজে নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা ব্যক্তিকে গালিগালাজ করতে শুরু করে । অনান্য পূণ্যার্থীরা প্রতিবাদ করলে তাদেরও অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয় । তারা সকল ভক্তদের অবিলম্বে এলাকা থেকে চলে যেতে বলে ।
অন্য আরও দুটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে । তার মধ্যে একটি ভিডিওতে চান্দ থানার সামনে অনেক মানুষকে ওই ঘটনার প্রতিবাদ করতে দেখা গেছে । দ্বিতীয় ভিডিওতে শিবের অসম্পূর্ণ যাত্রা শেষ করার জন্য হিন্দু সংগঠনের পদাধিকারীর পক্ষ থেকে আজ রবিবার দুপুর ১২ টায় লালগাঁও আসার জন্য আহ্বান জানানো হয়েছে । জানা গেছে, তার আগে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে । পাশাপাশি পুলিশ দুই অভিযুক্ত যুবককে খুঁজছে ।।