এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১২ ডিসেম্বর : ভাইপোর বিয়ে উপলক্ষে বর্তমানে উত্তরবঙ্গে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি । নবান্নের তাবড় প্রশাসনিক কর্তারাও এখন উত্তরবঙ্গে । ফলে উত্তরবঙ্গ জুড়ে এখন আঁটোসাটো নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে । এদিকে উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রীর পারিবারিক সফর ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থার কারনে পাহাড়ের সাধারণ মানুষদের ব্যাপক হয়রানির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ তুলেছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ।
নিজের ফেসবুক পেজে এনিয়ে তীব্র প্রতিবাদ জানিয়ে শুভেন্দু অধিকারী লিখেছেন,’রাজ্যে স্বৈরাচারী তৃণমূল সরকারের অত্যাচার চরম সীমায় পৌঁছে গিয়েছে। উত্তরবঙ্গে গত প্রায় এক সপ্তাহের উপর শিলিগুড়ি, দার্জিলিং, তরাই ও ডুয়ার্সের সাধারণ মানুষ ব্যাপক হয়রানির শিকার হচ্ছেন। কার্শিয়াং-এ মমতা ব্যানার্জির ভাইপোর বিয়ে উপলক্ষ্যে ভিআইপি দের নিরাপত্তার নামে মমতা পুলিশ ৫৫ নং জাতীয় সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ করেছে। মমতা ব্যানার্জির স্বেচ্ছাচারিতা এমন চরম পর্যায়ে পৌঁছেছে যে শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে গুরুত্বপূর্ণ খেলার দিন পর্যন্ত বদলাতে হয়েছে কারণ তিনি সেখানে রাজনৈতিক সমাবেশ করবেন। পরিস্থিতি এমনই যে ক্রিড়াবিদদের ও স্টেডিয়ামে ঢোকা বন্ধ।
তিনি আরও লিখেছেন,’আজ শিলিগুড়ির বিধায়ক সম্মানীয় শ্রী শংকর ঘোষ বিজেপির আন্যান্য নেতৃত্ব ও কার্যকর্তাদের সাথে নিয়ে এই স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হলে পুলিশ যে কায়দায় ওনাকে গ্রেফতার করেছে তা অত্যন্ত নক্কারজনক। রাজ্যের পুলিশ এখন তৃণমূলের প্রথম সারির কর্মীদের মতো আচরণ করছে। বিধায়ক শঙ্কর ঘোষ সহ বিজেপি নেতৃত্ব ও কার্যকর্তাদের গ্রেফতারের আমি তীব্র বিরোধিতা করছি। এভাবে বিজেপিকে আটকানো যাবে না। রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে মানুষকে সাথে নিয়েই বিজেপি এই স্বৈরাচারী, অগণতান্ত্রিক সরকারকে উৎখাত করবে।উত্তরবঙ্গের শান্তিপ্রিয় সাধারণ মানুষ স্বৈরাচারী মমতা ব্যানার্জিকে এর জবাব ঠিক দেবেন।’
উল্লেখ্য,কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে খেলা বন্ধ করে দেওয়ার প্রতিবাদে সোমবার শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষের নেতৃত্বে বিজেপির নেতাকর্মীরা তুমুল বিক্ষোভ প্রদর্শন করেন । পুলিশের সঙ্গে তুমুল বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন শংকর ঘোষ । সেই সময় শংকর ঘোষ সহ ৬ বিজেপি বিধায়ককে পুলিশ কার্যত ধাক্কা মারতে মারতে নিয়ে যায় বলে অভিযোগ । এই ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় শিলিগুড়িতে । এই পরিস্থিতির মাঝেই পূর্ব ঘোষিত ‘উত্তরের উত্তরণের খোঁজে’ কর্মসূচিতে যোগ দিতে আজ মঙ্গলবার শিলিগুড়ি যাবেন শুভেন্দু অধিকারী । দুপুর সাড়ে বারোটা থাকে এনজেপির কাঞ্চনজঙ্ঘা হলে সভা করবেন তিনি । এদিকে আবার একই দিনে শিলিগুড়িতে সভা করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও । একই দিনে এই মমতা-শুভেন্দুর সভা ঘিরে উত্তেজনার পারদ চড়ছে শিলিগুড়িতে ।।