এইদিন ওয়েবডেস্ক,বাঁকুড়া,১৬ সেপ্টেম্বর : দুদিনের বৃষ্টির জেরে ভেঙ্গে পড়ল কংক্রিটের সেতু । যার জেরে বিচ্ছিন্ন হয়ে পড়েছে বাঁকুড়া জেলার প্রায় ১০ টি গ্রামের মানুষ । বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের হেতিয়া গ্রাম পঞ্চায়েতের পানখাওই গ্রামের একটি খালের ওপর রয়েছে ওই কংক্রিটের সেতুটি । সেতুর ওপর দিয়ে পানখাওই, বেলেখালি, চন্ডিপুর, কেশপুর, রক্তা,চন্ডিপুর কলোনিসহ দশটি গ্রামের কয়েক হাজার মানুষের নিত্যদিনের যাতায়াত । কোতুলপুর, আরামবাগ,কলকাতা যাতায়তের রাস্তার উপরেই পড়ে এই সেতুটি ।
কিন্তু বিগত দু’দিন ধরে চলা ভারী বৃষ্টিপাতের কারনে জলের তোড়ে ভেঙে পড়েছে সেতুর একাংশ । ফলে অতগুলো গ্রাম সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে । বিপাকে পড়ে গেছেন ওই সমস্ত গ্রামের বাসিন্দারা । স্থানীয়দের অভিযোগ,দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় পড়েছিল এই সেতুটি । বারংবার প্রশাসনের দ্বারস্থ হয়েও কোন সুরাহা হয়নি । এবার সেতুটি ভেঙে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে । গ্রামবাসীদের দাবি অবিলম্বে সেতুটি নতুন করে নির্মানের প্রক্রিয়া শুরু করা হোক ।।