এইদিন বিনোদন ডেস্ক,১৭ ফেব্রুয়ারী : ‘ছাভা’
(Chhaava) ছবিতে আওরঙ্গজেবের চরিত্রে অক্ষয় খান্নাকে দেখে মানুষ রোমাঞ্চিত। অক্ষয় খান্না ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন ভিকি কৌশল, রশ্মিকা মান্দান্নার মত অভিনেতা অভিনেত্রীরা । ছবিতে ভিকি ছত্রপতি সম্ভাজি মহারাজের ভূমিকায় অভিনয় করেছিলেন। তার কাজের প্রশংসা হচ্ছে। ছবিটি
দেশজুড়ে ভালো সাড়া পাচ্ছে। তবে ছবিতে অক্ষয় খান্নাকে দেখার পর জনসাধারণ পাগল। ইন্টারনেটে মানুষ লিখছে যে এটি ‘চলতি বছরের সেরা পারফর্ম্যান্স । অক্ষয় খান্না যতটা প্রশংসা পাওয়া উচিত, ততটা পান না, তিনি আমাদের প্রজন্মের সেরা অভিনেতা’ – সোশ্যাল মিডিয়া এই ধরণের প্রশংসায় ভরে গেছে । যদিও আওরঙ্গজেবের ভূমিকায় অক্ষয়ের স্ক্রিন টাইম খুব কম ছিল, তবুও তিনি তার ছাপ রেখে গেছেন ।
একজন ব্যবহারকারী এক্স-এ লিখেছেন, আওরঙ্গজেবের ভূমিকায় অক্ষয় খান্না দুর্দান্ত কাজ করেছেন। তার শরীরী ভাষা, তার অভিব্যক্তি এবং সংলাপ পরিবেশনা অসাধারণ। অক্ষয় খান্না আমাদের সময়ের সবচেয়ে অবমূল্যায়িত অভিনেতা। সে আরও অনেক বেশি সম্মান এবং প্রশংসার যোগ্য। তবে একজন নয়,বহু মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে অক্ষয়ের অভিনয়ে প্রশংসা করেছেন ।
সোশ্যাল মিডিয়ার লোকেরা ‘ছাভা’ ছবিতে অক্ষয়ের কাজ নিয়ে প্রশংসা ঢেলে দিচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে । কারন হানাদার আওরঙ্গজেবের নিষ্ঠুরতা, লাম্পট্য সহ যাবতীয় বদগুণকে নিজের অসাধারণ অভিনয় প্রতিভায় তুলে ধরেছেন অক্ষয় খান্না । গোটা ছবিতে আওরঙ্গজেবের চরিত্রে ২০টি শব্দও ছিল না, আর তাতেই তিনি দর্শকদের হৃদয় জয় করে নিয়েছেন তিনি । এর প্রতিফলন ছবির আয়েও দেখা যাচ্ছে।।

