নিজস্ব প্রতিনিধি,কালনা,২১ ডিসেম্বর : পূর্ব বর্ধমানের কালনায় বড়োসড়ো দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলো পথচলতি মানুষজন।কারণ রবিবার রাতে গেটম্যান ঘুমিয়ে পড়ায় লেভেল ক্রসিংয়ের গেট ছিলো খোলা।কালনা স্টেশনের কিছুটা দুরে জিউধারা ৮-৩/C লেভেল ক্রসিংয়ের রেল গেটের কাছে তখন ওই রেললাইন দিয়েই পরপর দুটি লোকাল ট্রেন চলে যায় বলে দাবি স্থানীয়দের।আর এই ঘটনার কারণেই পথচলতি বহু মানুষের জীবন অকালে চলে যেতো বলে ক্ষোভে ফেটে পড়েন তারা।তাদের চিৎকার চেঁচামেচি শুনে পরে আরপিএফ কর্মীরা ঘটনাস্থলে আসেন ও অনেক পরেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে জানান স্থানীয়রা।
স্থানীয় ও রেল সূত্রে জানা যায় যে, কালনার জিউধারা ৮-৩/C লেভেল ক্রসিংয়ের রেল গেটের কাছে লেভেল ক্রসিংয়ের গেট ছিলো খোলা।তার মধ্যেই পরপর দুটি লোকাল ট্রেন চলে যাওয়ার পর আপ রাধিকাপুর এক্সপ্রেস হঠাৎ দাঁড়িয়ে যায়। জোড়ে জোড়ে হর্ণ দিতে থাকে। গেটম্যানকে ঘরে ডেকেও সারা পাওয়া যায়নি।চালক নেমে এসে গেটম্যানকে ডাকেন তাতেও সারা পাননি।খবর পেয়ে কালনা স্টেশন থেকে আরপিএফ কর্মীরা ছুটে এসে দেখে গেট ম্যান দরজা বন্ধ করে ঘুমোচ্ছে।অনেক ডাকাডাকিতে দরজা খুললে সে জানায়, যে তিনি ঘুমিয়ে পরেছিলেন।এই পরিস্থিতিতে প্রায় মিনিট কুড়ি ট্রেন বন্ধ থাকার পর ফের ট্রেন চলাচল স্বাভাবিক হয়।স্থানীয় বাসিন্দাদের দাবি গেট ম্যান মদ্যপ অবস্থায় ঘুমিয়ে পরেছিলেন।স্থানীয় ধীরেন নামে এক ব্যক্তি বলেন,‘রাত ন’টা থেকেই লেভেল ক্রসিংয়ের গেট খোলা ছিলো।পরপর দুটি লোকাল ট্রেনও চলে যায়।বড়োসড়ো দুর্ঘটনা ঘটে যেতে পারতো।ট্রেন যাওয়ার সময় পথচলতি মানুষজন হঠাৎই দাঁড়িয়ে পড়ে।অনেক পরে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে।’।
দেখুন ভিডিও :