এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),১১ নভেম্বর : পূর্ব বর্ধমান জেলার কাটোয়ায় বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় মৃত্যু হল এক পথচারীর । গুরুতর জখম হয়েছে দুই বাইক আরোহীও । শনিবার বিকেলে দূর্ঘটনাটি ঘটে কাটোয়া-মালডাঙ্গা রোডে সিঙ্গি ও শ্রীবাটি গ্রামের মাঝামাঝি এলাকায় । পুলিশ জানিয়েছে,মৃত পথচারীর নাম লালু মল্লিক (৫২) । তার বাড়ি সিঙ্গি গ্রামের দক্ষিণপাড়ায় । গুরুতর আহত অভিজিৎ দাস(১৮) ও সুমন দাস(১৭) বর্তমানে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন । আহতরা কাটোয়ার গৌড়ডাঙ্গা গ্রামের বাসিন্দা ।
এদিকে অভিজিৎ ও সুমনকে বর্ধমান নিয়ে যাওয়ার আগেই মৃতের পরিবারের লোকজন আহতদের পরিবারের লোকজনদের ঘিরে ধরে তুমুল বিক্ষোভ দেখায় । পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । কিন্তু মৃতের পরিবারের লোকজন ক্ষিপ্ত হয়ে পুলিশের গাড়ির চালককেও বেধড়ক মারধর করে বলে অভিযোগ । মারের চোটে চালকের নাক ফেটে যায়।
জানা গেছে,এদিন বিকেলে বাড়িতে কাউকে কিছু না জানিয়ে বাবার বাইকটি নিয়ে বেড়িয়ে পড়ে কাপড়ের দোকানের কর্মী অভিজিৎ । একই পাড়ার বাসিন্দা একাদশ শ্রেণির ছাত্র সুমনকে সঙ্গে নিয়ে ঘুরতে বের হয় । অভিজিৎ বাইকটি চালাচ্ছিল । এদিকে পেশায় কৃষক লালু মল্লিক তখন কাটোয়া মালডাঙ্গা রোড ধরে মাঠে যাচ্ছিলেন । লালুবাবু সিঙ্গি ও শ্রীবাটির গ্রামের মাঝামাঝি এলাকায় এলে বাইকটি তাকে সজোর ধাক্কা মেরে বাইকটি উলটে পড়ে । তিনজনেই রক্তাক্ত অবস্থায় রাস্তার পাশে লুটিয়ে পড়ে । পরে তাদের কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা লালু মল্লিককে মৃত বলে ঘোষণা করেন । আহত দু’জনের অবস্থা গুরুতর হওয়ায় বর্ধমান হাসপাতালে রেফার করে দেওয়া হয় । কিন্তু আহতদের নিয়ে বর্ধমান যাওয়ার প্রস্তুতি শুরু হতেই মৃতের পরিবারের লোকজনের বিক্ষোভে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে । পুলিশ ঘাতক বাইকটি আটক করেছে ।।