এইদিন ওয়েবডেস্ক,তিরুপতি,১৪ এপ্রিল : অন্ধ্রপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী পবন কল্যাণের রাশিয়ান স্ত্রী আন্না লেজনেভা ভগবান ভেঙ্কটেশ্বরের মন্দিরে গিয়ে নিজের মাথার চুল উৎসর্গ করেছেন। তিনি তার ৮ বছর বয়সী ছেলে মার্কের জন্য এই মানত করেছিলেন। এখন তার ছেলে সুস্থ হয়ে উঠেছে৷ তাই তিনি মন্দিরে গিয়ে নিজের মাথা মাথা ন্যাড়া করেছেন। পাশাপাশি তিনি সেখানে খাদ্য প্রসাদের জন্য ১৭ লক্ষ টাকাও দান করেন।
প্রসঙ্গত,কয়েকদিন আগে সিঙ্গাপুরের একটি স্কুলে আগুনে পুড়ে যায় পবনের ছেলে মার্ক শঙ্কর। পরে পবন তাকে হায়দ্রাবাদে নিয়ে আসা হয় । এরপর, আন্না তার ছেলের নিরাপত্তা ও মঙ্গলের জন্য তিরুমালা মন্দিরে পৌঁছান। মন্দিরের পূজার অংশ হিসেবে তিনি তার মাথার চুল উৎসর্গ করার মানত করেন । তিরুপতির শ্রী ভেঙ্কটেশ্বর স্বামীর কাছে চুল দানের একটি বহু প্রাচীন ঐতিহ্য রয়েছে ।
জনসেনা পার্টির জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে উপ-মুখ্যমন্ত্রী পবন কল্যাণের স্ত্রী আনা তার ছেলের নিরাপত্তার জন্য মানত করেছেন। আঘাতের পর, ছেলে এখন সুস্থ। তাই মন্দিরের ঐতিহ্যের কথা মাথায় রেখে, তিনি ‘পদ্মাবতী কল্যাণ কাট্টা’-তে তার চুল উৎসর্গ করেছেন । ভক্তরা তিরুমালার শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে, তাদের ইচ্ছা পূরণের জন্য তাদের মাথার চুল দান করে। এক অর্থে এটি ঈশ্বরের আশীর্বাদের জন্য তাঁকে ধন্যবাদ জানানোর একটি পদ্ধতি । চুল দান ঈশ্বরের উপাসনার আগে বা পরে উভয়ভাবেই করা যেতে পারে ।।

