• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

চার বছরের নিষেধাজ্ঞার কবলে পড়ে হতাশায় ভুগছেন পল পগবার

Eidin by Eidin
March 1, 2024
in খেলার খবর
চার বছরের নিষেধাজ্ঞার কবলে পড়ে হতাশায় ভুগছেন পল পগবার
4
SHARES
55
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন স্পোর্টস নিউজ,০১ মার্চ : নিষিদ্ধ ড্রাগ নেওয়ার অপরাধে চার বছরের নিষেধাজ্ঞার কবলে পড়েছেন ৩০ বছর বয়সী এই মিডফিল্ডার পল পগবার । নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর আদবেই তিনি আর খেলার যোগ্য থাকবেন কিনা এ নিয়ে প্রশ্ন উঠছে । এদিকে এখন থেকে হতাশায় ভুগতে শুরু করেছেন পল । ইনস্টাগ্রাম পোস্টে তিনি লিখেছেন, খেলাধুলার পেশাদার ক্যারিয়ারে যা কিছু গড়েছি, তার সবই কেড়ে নেওয়ায় আমি বিস্মিত, দুঃখ পেয়েছি, হৃদয়টা ভেঙে গেছে ।’

পগবা আরও বলেছেন, ‘আইনি বাধ্যবাধকতা সরে যাওয়ার পর গোটা গল্পটা জানা যাবে। কিন্তু আমি জেনে–বুঝে এবং ইচ্ছা করে কখনো এমন কিছু গ্রহণ করিনি, যার কারণে ডোপিং নিয়মনীতি লঙ্ঘন করে।’

ফ্রান্সের বিশ্বকাপজয়ী এই ফুটবলার নিষেধাজ্ঞার রায়কে ‘ভুল’ দাবি করে সর্বোচ্চ ক্রীড়া আদালতে (কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্ট বা সিএএস) আপিল করার কথাও বলেছেন। পগবা জানেন এই শাস্তির মেয়াদ শেষ হতে হতে তাঁর বয়স পঁয়ত্রিশ ছুঁই ছুঁই হবে—তখন তো ক্যারিয়ার প্রায় শেষ । তাই যা করার একটু দ্রুতই করতে হবে। অবশ্য তাতে কতটুকু সুফল মিলবে তা ভবিষ্যতেই বলবে  । যদিও ওয়াশিংটন পোস্ট থেকে বিবিসি, মেইল অনলাইন, গোল ডট কম কিন্তু পগবার ক্যারিয়ারের শেষ দেখছে।
ছয় বছর বয়সে ফ্রান্সের ইউএস রইসি-এন-ব্রি ক্লাবে যোগ দিয়ে ক্যারিয়ার শুরু করেন পল পগবার। সেখান থেকে টর্সি, লে হার্ভে হয়ে যোগ দেন ম্যানচেস্টার ইউনাইটেডের বয়সভিত্তিক দলে। ২০১১ সালে ক্লাবটির মূল দলে সুযোগ পাওয়ার আগে থেকেই পগবাকে ভাবা হচ্ছিল উঠতি মিডফিল্ডারদের মধ্যে সেরা সহজাত প্রতিভা । ম্যানচেস্টার ইউনাইটেডে দুই দফায় মোট ৮ মরশুম কাটানো এবং জুভেন্টাসে দুই দফায় মোট ৬ মরশুম কাটানো পগবার ক্লাব ক্যারিয়ারে সাফল্য একেবারে কম নয় । সিরি আ জিতেছেন ৪ বার। ইউরোপা লিগ, লিগ কাপ ও কোপা ইতালিয়াও জিতেছেন। ২০১৩ সালে ফ্রান্সের জার্সিতে অভিষিক্ত হয়ে এযাবৎ  ৯১ ম্যাচে ১১ গোল করা পগবা জিতেছেন ২০১৮ বিশ্বকাপ।

তার প্রতিভা নিয়ে কোনো প্রশ্ন না থাকলেও পগবার ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন ছিল সব সময়ই। মেজাজ হারানোর পাশাপাশি মাঝেমধ্যেই জড়িয়ে পড়েছেন বিতর্কে। কিন্তু ভুল থেকে কখনো শিক্ষা নেননি। সে জন্যই সম্ভবত নির্মম বাস্তবতার মুখোমুখি হতে হল পগবাকে  ।
এখন আপিলে রায় নিজের পক্ষে আনতে ব্যর্থ হলে পগবাকে নিষেধাজ্ঞার পুরোটা সময়ই মাঠের বাইরে থাকতে হবে। সেটি ২০২৭ সালের আগস্ট পর্যন্ত। সে সময় বয়স প্রায় ৩৫ হয়ে যাবে । ফলে পগবাকে কোনো ক্লাবই আর সুযোগ দিতে চাইবে না  । দীর্ঘদিন খেলার বাইরে থাকায় প্রভাব পড়বে পারফরমেন্সেও ।  চোট এবং অন্যান্য বিষয় মিলিয়ে যে খেলোয়াড় প্রায় কোনো মরশুমেই।  ক্লাবকে নিজের পুরোটা দিতে পারেননি, সেই খেলোয়াড় এই দীর্ঘ নিষেধাজ্ঞার মধ্যে নিজেকে ফিট রাখবেন কীভাবে?
কিংবা প্রশ্নটা এভাবেও করা যায়, চার বছর পর মাঠে ফেরার প্রেরণাটা কি তিনি ধরে রাখতে পারবেন? এই প্রশ্নের উত্তর শুধু পগবাই দিতে পারেন। ফ্রান্সের ফুটবল সংবাদকর্মী হুলিয়েন লরেন্স মনে করছেন একবার ফুটবল ক্যারিয়ার শেষ। তার কথায়, ‘তাকে প্রথম দেখি ১৫ বছর বয়সে এবং সে সময় সে-ই ছিল আমার দেখা সেরা প্রতিভা…ভেবেছিলাম সে সেরাদের কাতারে উঠে আসবে, ব্যালন ডি’অর জিতবে এবং সেরা খেলোয়াড় হবে। কিন্তু শেষবেলায় এসে আমরা তার ক্যারিয়ার এবং তার দিকে তাকিয়ে ভাবছি, কী কী হওয়া উচিত ছিল।’
অর্থাৎ প্রত্যাশার প্রতিদান দিতে পারেননি পগবা। তাই ‘শেষ বেলা’য় পেছন ফিরে তাকিয়ে ভাবতে হচ্ছে, পগবার ক্যারিয়ারে কী কী হওয়া উচিত ছিল। তবে পগবার ক্যারিয়ার বাঁচানোর সুযোগ একদমই নেই—সে কথাও বলা যায় না। লরেন্সের কথা শুনলে মনে হবে, পগবা একটি ভুল না করলে শাস্তির মেয়াদটা কমতে পারত, ‘যেটা বলা হয়েছে—পগবার মায়ামিতে এক চিকিৎসক বন্ধু আছে। তিনি তাকে কিছু ফুড সাপ্লিমেন্ট দিয়েছিলেন। সেগুলোর ভেতর কী কী উপাদান আছে—তা না জেনেই গ্রহণ করায় এই ঝামেলাটা হয়েছে। সে কিন্তু বলতে পারত যে আমি বোকার মতো কাজ করেছি। খেয়াল করিনি কোন কোন উপাদান ছিল এবং ব্যাপারটা আমার (পগবার বর্তমান ক্লাব) জুভেন্টাসের মেডিকেল স্টাফদের জানানো উচিত ছিল। তাহলে হয়তো নিষেধাজ্ঞার মেয়াদ কমত।’
ইতালির ফুটবল বিশেষজ্ঞ মিনা রাউকির কথা অনুযায়ী,‘অ্যাথলেট যদি প্রমাণ করতে পারে তিনি জেনে বুঝে নিষিদ্ধ উপাদান খাননি তাহলে শাস্তির মেয়াদ কমতে পারে। কিংবা যদি এটা প্রমাণ করতে পারেন উপাদান দূষিত ছিল, এমনকি তদন্তে সাহায্য করলেও কমতে পারে। তাই ব্যাপারটা যে অনিচ্ছাকৃত এটা—সেটা প্রমাণের ওপর সবকিছু নির্ভর করছে। তাহলে হয়তো শাস্তির মেয়াদ দুই বছর কমতে পারে এবং তাতে সে মাঠেও ফিরতে পারবে।’
কিন্তু সেটি না পারলে? এই বিষয়ে  লরেন্স বলেছেন, ‘আমার মনে হয় চার বছরই নিষেধাজ্ঞা জারি থাকবে  । শেষ হয়ে যাবে পকবার ক্যারিয়ার । এখন তার বয়স প্রায়  ৩১ । এর সঙ্গে চার বছর যোগ করুন। আর চোটের কারণে গত ১৮ মাসের মধ্যে সে বলতে গেলে মাঠেই নামতে পারেনি। তাই ব্যাপারটা শুধু চার বছরের নয়, এটা আসলে ছয় বছর। আমার মনে হয় না ৩৫ বছর বয়সে সে আবারও মাঠে নামতে চাইবে। তাই মেয়াদ না কমলে আমার মনে হয় ব্যাপারটা এমনই হবে। তবে দুই বছর কমাতে পারলে সে ৩৩ বছরে ফিরতে পারবে এবং চুক্তিও পাবে কোনো ক্লাবের।’।

Previous Post

সন্দেশখালি থেকে দূর্নীতি, মমতা ব্যানার্জিকে তুলোধুনো করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

Next Post

আসামের গ্রামে দুই কিশোরের গলায় ফাঁস লাগিয়ে গাছে ঝুলিতে দিল অজ্ঞাত দুষ্কৃতীরা 

Next Post
আসামের গ্রামে দুই কিশোরের গলায় ফাঁস লাগিয়ে গাছে ঝুলিতে দিল অজ্ঞাত দুষ্কৃতীরা 

আসামের গ্রামে দুই কিশোরের গলায় ফাঁস লাগিয়ে গাছে ঝুলিতে দিল অজ্ঞাত দুষ্কৃতীরা 

No Result
View All Result

Recent Posts

  • বাংলাদেশের অস্থিরতা সৃষ্টি করা আইএসআই-এর ছদ্মবেশী ‘ঢাকা সেল’ ভারতের নিরাপত্তা জন্য হুমকি হয়ে উঠেছে : রিপোর্ট 
  • বাংলাদেশি সন্দেহে ছত্রিশগড়ের এক যুবককে পিটিয়ে মেরে দিল কেরালার লোকেরা
  • অকল্যান্ডে শিখদের ধর্মীয় শোভাযাত্রার উপর খ্রিস্টান উগ্রবাদী  ব্রায়ান তামাকি ও তার দলবলের হামলা ; কেন্দ্র সরকারকে কুটনৈতিক হস্তক্ষেপের দাবি তুললো পাঞ্জাব বিজেপি 
  • খুনের মামলায় ওয়ান্টেড সিরাজ আহমেদ নামে এক আসামিকে এনকাউন্টারে খতম করে ইউপি পুলিশ বললো : “ভয়ের যাত্রা শেষ” 
  • চার বছরের মেয়ের ধর্ষককে গুলি করলেন লেডি পুলিশ অফিসার 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.