এইদিন ওয়েবডেস্ক,বীরভূম,০১ সেপ্টেম্বর : আরজি করে হাসপাতালের তরুনী চিকিৎসকের ধর্ষণ বা গনধর্ষণের পর নৃশংস বর্বরোচিত হত্যাকাণ্ড নিয়ে তোলপাড় চলছে গোটা রাজ্য জুড়ে । কিন্তু এই তোলপাড়ের মাঝেই রাজ্যের বিভিন্ন জেলায় নারী নির্যাতনের ঘটনার বিরাম নেই । এবারে চিকিৎসা করাতে আসা এক রোগীর দ্বারা শ্লীলতাহানির শিকার হয়েছেন বীরভূমের ইলামবাজারের স্বাস্থ্যকেন্দ্রের এক নার্স । শেখ আব্বাসউদ্দীন নামে ওই রোগী স্ট্রেচারে শুয়েই ওই নার্সকে শ্লীলতাহানি করে বলে অভিযোগ । নার্সের অভিযোগ,বাড়ির লোকজনও সামনেই ওই রোগী তার শ্লীলতাহানি করে । তার আরও অভিযোগ যে হাসপাতালে কোনো সময়েই পুলিশ পাহাড়া থাকে না । ফলে হাসপাতালের মহিলা কর্মীরা চরম নিরাপত্তা হীনতায় ভোগেন ।
নির্যাতিতা নার্স জানিয়েছেন,শনিবার রাত ৮:৩০ নাগাদ শারীরিক অসুস্থতা নিয়ে স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য গিয়েছিল ইলামবাজারের ছোট চক গ্রামের বাসিন্দা শেখ আব্বাসউদ্দীন ওই রোগী । তার সঙ্গে পরিবারের লোকজনও ছিল । রোগীর জরের উপসর্গ ছিল। হাসপাতালের এমারজেন্সির কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করার পর রোগীকে স্যালাইন ও ইঞ্জেকশন দিতে বলেন । একারণে রোগীর স্যালাইনের চ্যানেল করতে গিয়েছিলেন তিনি ৷ সেই সময় রোগী শেখ আব্বাসউদ্দীন তার শরীর ‘বাজেভাবে স্পর্শ’ করে এবং গালিগালাজ করে । তিনি বলেন,’আমি একজন মেয়ে, স্বভাবতই নিজের নিরাপত্তা নিয়ে আমার উদ্বেগ থেকেই যায় ।’ তিনি বলেন,’অন ডিউটি একজন নার্সের সঙ্গে এমন ঘটনা ঘটেছে, নিরাপত্তা অবশ্যই দরকার ।’
জানা গেছে,ভুক্তভোগী নার্সের কাছ থেকে ঘটনার কথা শুনে হাসপাতাল কর্তৃপক্ষ ইলামবাজার থানায় ফোন করে বিষয়টি জানায়৷ এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাতেই অভিযুক্তকে গ্রেপ্তার করে ।।