এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৪ জানুয়ারী : অন্তিম মুহুর্তে বিমান বাতিলের জেরে কলকাতা বিমানবন্দরে বিক্ষোভ দেখাল যাত্রীরা । জানা গেছে,আজ শুক্রবার ভোর সাড়ে পাঁচটায় এসজি ১৩০ বিমান কলকাতা থেকে বাগডোগরা রওনা দেওয়ার কথা ছিল । কিন্তু একদম শেষ মুহূর্তে ঘোষণা হয় যে বিমান বাতিল করা হয়েছে। এরপরেই ক্ষোভে ফেটে পড়ে বিমানের প্রতীক্ষায় অপেক্ষা করা যাত্রীরা । বিমান ওড়ার নির্ধারিত সময়ের পাঁচ মিনিট আগে স্পাইসজেটের দিল্লিগামী বিমান বাতিল করাকে কেন্দ্র করে যাত্রীদের সঙ্গে কলকাতা বিমানবন্দরে বিমান সংস্থার কর্মীদের তুমুল বাকবিতন্ডা বাধে।
দেখুন ভিডিও 👇
জানা গিয়েছে, ওই বেসরকারি সংস্থার তরফে এদিন সকালে বোর্ডিং পাস ইস্যু করে দেওয়া হয়েছিল। তার পরের দিল্লি বিমানবন্দরে কুয়াশার কারণে দেখিয়ে বিমান ওড়ার নির্ধারিত সময়ের ঠিক পাঁচ মিনিট আগে যাত্রীদের জানানো হয় যে নির্ধারিত বিমান বাতিল করে দেওয়া হয়েছে । এরপরেই বিমানবন্দরে উত্তেজনা ছড়িয়ে পড়ে । একজন যাত্রীর অভিযোগ, আমি দিল্লি থেকে আসছি । বাগডোগরা যাওয়ার কথা ছিল । কিন্তু আমায় কলকাতায় নামিয়ে দেওয়া হয়েছে ।’ এনিয়ে তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেন ।।