শ্যামসুন্দর ঘোষ,মেমারি(পূর্ব বর্ধমান),১০ এপ্রিল : একটি বাইকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে নয়ানজুলিতে উলটে পড়ল একটি যাত্রীবাহী বাস । দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বাইক আরোহীর । আহত হয়েছে আরও অন্তত ৫ জন । আজ বৃহস্পতিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মেমারীর কাজিডাঙ্গা এলাকায় । পুলিশ জানিয়েছে, মৃত বাইক আরোহীর নাম প্রদীপ সেন । আহতদের মেমারির পাহারহাটি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা করানো হয় ।
ঘটনার প্রত্যক্ষদর্শিরা জানিয়েছেন, বাসটি সাতগেছিয়া থেকে মেমারির দিকে যাচ্ছিল। সেই সময় স্থানীয় এক যুবক বাইকে চড়ে সাতগেছিয়া বাজারের দিকে যাচ্ছিলেন । কাজিডাঙ্গা এলাকায় বাসের সঙ্গে বাইকের সংঘর্ষ ঘটে। সংঘর্ষের পরেই যাত্রীবাহী বাসটি রাস্তার পাশে নয়ানজুলিতে উলটে পড়ে । গুরুতর জখম হন বাইক আরোহী প্রদীপ সেন । অল্পবিস্তর আহত হয় ৫ বাসযাত্রী । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মেমারি থানার ওসি প্রিতম বিশ্বাস, এবং সাতগেছিয়া ফাঁড়ির আইসি সামাউর রহমান, সহ পুলিশ কর্মীরা। পুলিশ আহতদের উদ্ধার করে পাহারহাটি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে । আহতদের মধ্যে প্রদীপ সেনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের স্থানান্তরিত করা হয় । কিন্তু বর্ধমান হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
পরে ক্রেনের সাহায্যে বাসটিকে তুলে থানায় নিয়ে যায় উদ্ধার করে মেমারি থানার পুলিশ। দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণের জন্য যানজটের সৃষ্টি হয় । স্থানীয়দের অভিযোগ,একই রাস্তায় বারবার ছোট ও বড় দুর্ঘটনা ঘটছে । যেকারণে রাস্তায় স্পীড ব্রেকার নির্মানের জন্য প্রশাসনের কাছে একাধিকবার আবেদন জানানো হয়েছিল । কিন্তু প্রশাসনের কোনো হেলদোল নেই । এনিয়ে তারা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ।।