এইদিন ওয়েবডেস্ক,পাঞ্জাব(পাকিস্তান),১৬ আগস্ট : মঙ্গলবার ভোরে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে যাত্রীবাস ও তেলবাহী ট্যাঙ্কারের সংঘর্ষে প্রায় ২০ জন বাসযাত্রী জীবন্ত দগ্ধ হয়ে মারা গেছে । গুরুতর দগ্ধ হয়েছে আরও ৬ বাসযাত্রী । লাহোর থেকে প্রায় ৩৫০ কিলোমিটার দূরে পাঞ্জাব প্রদেশের মুলতান-সুক্কুর মোটরওয়েতে এই দূর্ঘটনাটি ঘটেছে । পাঞ্জাবের লাহোরে রেসকিউ ১১২২ এর প্রাদেশিক মনিটরিং সেন্টারের একটি বিবৃতিতে বলা হয়েছে, দুর্ঘটনাটি ঘটেছে এদিন ভোর ২টা ২০ মিনিট নাগাদ ।
জানা গেছে, লাহোর থেকে করাচি মুখে যাচ্ছিল যাত্রীবাহী বাসটি । তেলবাহী ট্যাঙ্কারটিও একই মুখে যাচ্ছিল । মোটরওয়েতে বাসটি ওভারটেক করতে গিয়ে প্রবল গতিতে তেলবাহী ট্যাঙ্কারের পিছনে সজোরে ধাক্কা মারে । এরপর দুটি গাড়িতেই আগুন ধরে যায় । ২০ জন বাসযাত্রী জীবন্ত দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায় । ৬ জন গুরুতর অগ্নিদগ্ধ হয় । মুলতানের নিশতার হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে । অধিকাংশ যাত্রীর দেহ পুড়ে এতটাই বিকৃত হয়ে গেছে যে তাদের শনাক্ত করা যাচ্ছে না। ডিএনএ পরীক্ষার পর দেহ মৃতদের হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন মুলতানের নিশতার হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট ডা. আমজাদ চান্দিও । প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান প্রচন্ড গতি এবং চালক ঘুমিয়ে পড়ার কারনেই মর্মান্তিক এই দূর্ঘটনাটি ঘটেছে ।।