দিব্যেন্দু রায়,আউশগ্রাম(পূর্ব বর্ধমান),০৬ মার্চ : পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামে যাত্রীবাহী বাসের সঙ্গে পুলিশের গাড়ির মুখোমুখি সংঘর্ষে নিহত একজন । আহত হয়েছেন একজন এএসআইসহ ৩ পুলিশকর্মী । সোমবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে আউশগ্রামের বাঘরাই সেতুর কাছে । নিহতের নাম বিশ্বনাথ মুর্মু (৩৬) । তিনি পুলিশের গাড়িটির চালক ছিলেন । আহতরা হলেন এএসআই কমলেশ সিং, কনস্টেবল শ্রীকান্ত সিনহা ও সিভিক ভলেন্টিয়ার আশিষ প্রামানিক । আহতদের প্রথমে বননবগ্রাম হাসপাতালে নিয়ে আসা হয় । কিন্তু তিনজনেরই অবস্থা গুরুতর হওয়ায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে । ঘাতক বাসটি আটক করেছে পুলিশ । তবে চালক পলাতক ।
জানা গেছে,নৈশকালীন ডিউটি সেরে এদিন সকালে বাকি সহকর্মীদের সাথে আউশগ্রাম থানায় ফিরছিলেন এএসআই কমলেশ সিংহ । কিন্তু গাড়িটি বাঘরাইয়ের সেতুর কাছে আসতেই ঘটে যায় মর্মান্তিক দূর্ঘটনাটি ।
প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, পুলিশের গাড়িটি সেতু পার করে আউশগ্রামের মুখে ঘোরানোর সময় গুসকরার দিকে আসা একটি দ্রুত গতির যাত্রীবাহী বাস পুলিশের গাড়িটিকে সজোরে ধাক্কা দেয় । দূর্ঘটনার পরেই বাস ফেলে চম্পট দেয় বাস চালক । এদিকে বাসের ধাক্কায় পুলিশের গাড়ির সামনের অংশ কার্যত দুমড়ে মুচড়ে চায় । চালকের পাশের আসনেই বসেছিলেন এএসআই কমলেশ সিং । চালক বিশ্বনাথ মুর্মু ও কমলেশবাবু দু’জনেই গুরুতর জখম হন । প্রথমে স্থানীয় বাসিন্দারা উদ্ধার কাজে হাত লাগায় । পরে পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে বিশ্বনাথকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা ।
জানা গেছে,বিশ্বনাথ মুর্মুর বাড়িতে রয়েছেন স্ত্রী ও পাঁচ মেয়ে । পরিবারের একমাত্র উপার্জনশীল ছিলেন তিনি । তাঁর আকস্মিক মৃত্যুতে কার্যত পথে বসে গেছে পরিবারটি ।।