এইদিন ওয়েবডেস্ক,বাঁকুড়া,১০ জুলাই : বাঁকুড়া জেলার কোতুলপুরে যাত্রীবাহী বাস ও লরির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটল রবিবার দুপুরে । দূর্ঘটনায় কমপক্ষে ১৫ জন বাসযাত্রী আহত হয়েছে । প্রথমে স্থানীয় লোকজন উদ্ধার কাজে হাত লাগায় । পরে খবর পেয়ে পুলিশ এসে আহতদের উদ্ধার করে কোতুলপুর গ্রামীন হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় । লরি ও বাসটিকে আটক করেছে পুলিশ ।
জানা গেছে,এদিন দুপুরে যাত্রীবাহী বাসটি বিষ্ণুপুর থেকে তারকেশ্বরের দিকে যাচ্ছিল । বাসটি কোতুলপুর ঢোকার মুখে আনন্দপল্লী এলাকায় আসতেই উল্টো দিক থেকে একটি খালি লরি এসে এসে বাসটিতে সজোরে ধাক্কা দেয় । দূর্ঘটনার পরেই লরির চালক ও খালাসি লরি ফেলে চম্পট দেয় । শনিবার কোতলপুরে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনার ফের পথ দূর্ঘটনার ঘটনা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । স্থানীয়রা জানিয়েছেন,প্রায় প্রতিদিনই কোতুলপুর এলাকায় কোথাও না কোথাও দুর্ঘটনার ঘটনা ঘটছে । তাই যানবাহনের গতি নিয়ন্ত্রণে পাশাপাশি বিশেষ বিশেষ জায়গায় ট্রাফিক পুলিশ মোতায়েন ও স্পীড ব্রেকার নির্মানের দাবি তুলেছেন এলাকার বাসিন্দারা ।।