এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১১ নভেম্বর : শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার মূল হোতা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ক্যাবিনেটের এক সময়ের শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় অবশেষে জেল থেকে মুক্ত হয়েছেন । দীর্ঘ ৩ বছর ৩ মাস কারাবাসের পর আজ মঙ্গলবার মুক্তির স্বাদ পেলেন তিনি । দুপুর নাগাদ হাসপাতালের বাইরে বেরোতেই কেঁদে ভাসালেন তিনি। অবশ্য নেতার বিরুদ্ধে এত বড় দুর্নীতির অভিযোগ উঠলেও পার্থর অনুগামীদের তেমন কোনো হেলদোল দেখা গেল না৷ যথারীতি তারা তাদের “প্রিয় নেতা”কে ফুল, মালা দিয়ে স্বাগত জানায়৷ এমনকি ‘পার্থ দা জিন্দাবাদ” এবং “পার্থ দা এগিয়ে চলো আমরা তোমার পাশে আছি” স্লোগানও দেয় ।
উল্লেখ্য, ২০২২ সালের ২৩ জুলাই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় প্রেমিকার ফ্লাট থেকে কাঁড়ি কাঁড়ি টাকা উদ্ধারের পর নাকতলার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছিল রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জিকে । গ্রেপ্তার হয়েছিলেন পার্থের প্রেমিকা অর্পিতা চ্যাটার্জিও । দু’জনকেই জেলে পাঠানো হয়েছিল । সম্প্রতি অর্পিতা জামিনে মুক্ত হলেও পার্থ জেলেই থেকে যান । বিগত কয়েক মাস ধরে শারীরিক অসুস্থতার জন্য বাইপাসের ধারে এক হাসপাতালে ভর্তি ছিলেন পার্থ। সোমবার বিকেলে তাঁর জেলমুক্তির খবর দেয় সিবিআই বিশেষ আদালত । সোমবার আট জনের সাক্ষী গ্রহণ সম্পন্ন হওয়ার পর আলিপুর বিশেষ সিবিআই আদালতের বিচারক পার্থ চট্টোপাধ্যায় এবং সুবীরেশ ভট্টাচার্যের জেলবন্দি থাকার প্রয়োজন নেই। বিচারকের এই নির্দেশের পর আদালতের পক্ষ থেকে এই সংক্রান্ত নথি পৌঁছোয় প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষের কাছে। সেখান থেকে নথি যায় হাসপাতালে। তারপরই শুরু হয় জেলমুক্তির প্রক্রিয়া।
অবশেষে আজ দুপুর ২-২০ মিনিট নাগাদ হুইলচেয়ারে চেপে হাসপাতালের বাইরে আসেন পার্থ চ্যাটার্জি ৷ এদিকে নেতার মুক্তির আগেই হাসপাতালের বাইরে ভিড় করে পার্থর অনুগামীরা । তাদের দেখে কান্না চেপে রাখতে পারেননি তিনি । যদিও মিডিয়ার ক্যামেরার সামনে মুখ খুলতে অস্বীকার করেন পার্থ চ্যাটার্জি ।।

