এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৬ জুলাই : ভুবনেশ্বর থেকে কলকাতায় আনা হল এসএসসি নিয়োগ ‘দুর্নীতি’ মামলায় ধৃত তৃণমূলের মহাসচিব তথা রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে । ভুবনেশ্বর থেকে কলকাতা আসার ৫টা ৪০ মিনিটের প্রথম ফ্লাইটেই তাঁকে নিয়ে আসে ইডি । ৬টা ৩৪ মিনিট নাগাদ কলকাতায় অবতরণের পর সোজা ইডির সদর দফতর সল্টলেকের সিজিও কমপ্লেক্সে এনে তোলা হয় ধৃত তৃণমূলের মহাসচিবকে । ইডি এবার পার্থ চট্টোপাধ্যায়কে তাঁর ‘ঘনিষ্ঠ’ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের মুখোমুখি বসিয়ে জেরা করার তোড়জোড় শুরু করেছে বলে খবর ।
উল্লেখ্য,এসএসসি নিয়োগ দূর্নীতি মামলায় অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্লাটে তল্লাশি চালিয়ে নগদ ২১ কোটি ৯০ লক্ষ টাকা নগদ ছাড়াও প্রচুর সোনাদানা, বিদেশি মুদ্রা উদ্ধার করেছে ইডি । এই মামলায় ১২০ কোটি টাকার মত দূর্নীতি হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্তকারী দলের । তাহলে দূর্নীতির বাকি প্রায় ১০০ কোটি টাকা কোথায় গেল ? এখন এই প্রশ্নেরই উত্তর খুঁজতে আপাতত পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়কে ১০ দিনের জন্য নিজেদের হেফাজতে নিয়েছে ইডি ।।