এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),০৬ আগস্ট : পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরের এক দিক দিয়ে বয়ে গেছে ভাগীরথী নদী । আর এক দিক দিয়ে অজয় নদ গিয়ে মিশেছে ভাগীরথীতে । এদিকে বর্ষার লাগাতার বৃষ্টিপাতের জেরে দুই নদীই ফুঁসছে । পাশাপাশি ব্যারেজগুলি থেকে দফায় দফায় জল ছাড়ার কারনে অজয় ও ভাগীরথীর জলস্তর এক ধাপে অনেকটাই বেড়ে গিয়েছে । যার জেরে কাটোয়া শহর এলাকার একাংশ প্লাবিত হয়ে পড়েছে । কাটোয়া পুরসভার ৯ ও ১৫ নম্বর ওয়ার্ড এলাকার বেশ কিছু বাড়িতে পর্যন্ত জল ঢুকে গেছে বলে খবর । মোট ৫২ টি পরিবারকে ত্রাণ শিবিরে নিয়ে আসা হয়েছে ।কাটোয়া ভারতীভবন উচ্চ বিদ্যালয়,হরিসভাপাড়া প্রাথমিক বিদ্যালয় ও কাটোয়া পাড়া প্রাথমিক বিদ্যালয়ের ত্রাণ শিবিরে ওই পরিবারগুলিকে ভাগ করে রাখা হয়েছে । কাটোয়া পুরসভার পক্ষ থেকে তাঁদের খাওয়া দাওয়া ও চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলে জানা গেছে ।
এদিকে নদীর জল ঠেলে এসে যাতে শহরকে প্লাবিত করতে না পারে তার জন্য কাটোয়া কাশীগঞ্জ ঘাট,খালপাড়া প্রভৃতি এলাকায় যেসব লকগেটগুলি রয়েছে সেগুলি বন্ধ রাখা হয়েছে । এরপরেও যদি ফের ভারী বৃষ্টিপাত হয় তাহলে কাটোয়া শহরের অপেক্ষাকৃত নিচু এলাকাগুলির পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে পুরবাসীরা আশঙ্কা প্রকাশ করেছেন ।।