এইদিন ওয়েবডেস্ক,ভাতাড়(পূর্ব বর্ধমান),০৭ জানুয়ারী : প্রথমে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে দু’তলা মাটির বাড়ির একতলার কংক্রিটের ছাদ । তারপর ভেঙে পড়ে দু’তলার আ্যসবেসটসের চালের একাংশ । এদিকে ছাদ ও চালের একাংশ ভেঙে পড়ায় বিদ্যুতের লাইনে শর্ট সার্কিট হয়ে আগুন ধরে যায় বাড়িতে । সেই আগুন আশপাশের বাড়িতেও ছড়িয়ে পড়ে ।এদিকে প্রবল আওয়াজের জেরে বিস্ফোরণের আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় । বৃহস্পতিবার ভোরে ভাতাড়ের উষাগ্রামের এই ঘটনায় সুমিত্রা কর্মকার নামে এক বৃদ্ধা গুরুতর জখম হয়েছেন বলে জানা গেছে । তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
স্থানীয় সূত্রে জানা গেছে, উষাগ্রামের বাসিন্দা বিপত্তারন কর্মকার নামে জনৈক এক ব্যক্তির বাড়িতে ঘটনাটি ঘটেছে । দু’তলা মাটির বাড়ি রয়েছে বিপত্তারনবাবুদের । একতলার ছাদ অ্যাসবেসটসের উপর কংক্রিটের ঢালাই করা ছিল । দু’তলার ছাউনি অ্যাসবেস্টসের । এদিন ভোরে বিপত্তারনবাবুদের বাড়ি থেকে প্রচন্ড জোরে আওয়াজ হয় । তারপরেই বাড়ির একাংশে আগুন ধরে যায় ।
জানা গেছে, বিপত্তারনবাবুরা সাহায্যের জন্য চিৎকার করে উঠলে প্রতিবেশীরা ছুটে আসেন । তখন তাঁরা দেখতে পান একতলার ছাদের একাংশ ভেঙে পড়েছে । সেই সঙ্গে ভেঙে পড়েছে দু’তলার অ্যাসবেস্টসের ছাউনির একাংশও । এদিকে নিচের একটি ঘরে শুয়েছিলেন বিপত্তারনের মা সূমিত্রাদেবী (৬২) । পাশের ঘরে শুয়েছিলেন বিপত্তারন, তার স্ত্রী রাখিদেবী এবং শিশু সন্তান । সুমিত্রাদেবীর ঘরের ছাদ ভেঙে পড়ায় তিনি গুরুতর আঘাত পাওয়ার পাশাপাশি অগ্নিদগ্ধও হন । স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে । পরে তাঁকে চিকিৎসার জন্য বর্ধমান হাসপাতালে নিয়ে যাওয়া হয় । যদিও অন্য ঘরের ছাদ না ভাঙায় রক্ষা পেয়ে যান বিপত্তারনবাবুরা ।
এদিকে ঘটনার খবর পেয়েই উষাগ্রামে চলে আসেন বর্ধমানের ডিএসপি(ক্রাইম)স্বাস্বতী স্বোয়েতা সামন্ত, ভাতার থানার ওসি প্রণব বন্দ্যোপাধ্যায় সহ পুলিশ বাহিনী । আসে দমকলবাহিনীও । প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান অতিরিক্ত ভারের কারনেই একতলার কংক্রিটের ছাদটি ভেঙে পড়েছে । তারপর বাড়ির বিদ্যুৎ লাইনে সর্টসার্কিটের জেরে আগুন ধরে যায় ।
যদিও ঘটনার পর বিপত্তারনবাবু বাড়িতে ছিলেন না । তিনি তাঁর মায়ের চিকিৎসার জন্য বর্ধমানে ছিলেন । তবে তার দাদা সাধন কর্মকার বলেন, ‘আমি আলাদা বাড়িতে থাকি । পাড়ার লোকজনের মুখে শুনেছি বোমা ফাটার মতন আওয়াজ হয়েছিল । কিভাবে এটা ঘটল বুঝতে পারছি না।” পুলিশ জানিয়েছে,কিভাবে ঘটনাটা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে ।।