এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৪ জুলাই : খাস কলকাতার বুকে পাশবিক নির্যাতনের শিকার হয়েছেন এক গৃহবধূ । এবারে জেলবন্দি স্বামীকে জামিন করিয়ে দেওয়ার টোপ দিয়ে বধূকে লাগাতার ধর্ষণের অভিযোগে বীরভূমের মুজিবর রহমান নামে বছর ৩৪ এর এক যুবককে গ্রেপ্তার করেছে কলকাতার পার্ক স্ট্রীট থানার পুলিশ । ধৃত ব্যক্তি নিজেকে সেনার প্রাক্তন কর্মী বলে পরিচয় দেয় বলে জানা গেছে । আজ বৃহস্পতিবার ধৃতকে ব্যাঙ্কশাল কোর্টে তোলা হলে ৪ আগস্ট পর্যন্ত পুলিসি হেফাজতে পাঠানো হয়েছে ।
জানা গেছে,নির্যাতিতার স্বামীকে একটি মামলায় গ্রেপ্তার করেছে এনআইএ । বর্তমানে তিনি জেলবন্দি । মহিলার যখন স্বামীর জামিন করাতে ছুটে বেড়াচ্ছিলেন তখন তার সঙ্গে পরিচয় করে মুজিবর রহমান । নিজেকে প্রাক্তন সেনাকর্মী পরিচয় দিয়ে মহিলার বিশ্বাস অর্জন করে নেয় সে । এরপর ২০২৪ সালে স্বামীর জামিন করিয়ে দেওয়ার টোপ দিয়ে মহিলাকে পার্ক স্ট্রীট এলাকার একটি হোটেলে নিয়ে আসে মুজিবর । হোটেলে ওই বধূকে ধর্ষণ ও সেই অশ্লীল ভিডিও সে রেকর্ড করে রাখে বলে অভিযোগ । তারপর সেই ভিডিও দেখিয়ে ব্লাকমেল করে মহিলাকে একাধিক বার ধর্ষণের অভিযোগ উঠেছে মুজিবরের বিরুদ্ধে । ২০২৫ সালের জুন মাসে পার্ক স্ট্রিট থানায় মহিলা অভিযোগ দায়ের করেন । কিন্তু অভিযোগ দায়ের হতেই চম্পট দেয় বীরভূমের অভিযুক্ত যুবক ।
জানা গেছে,পার্ক স্ট্রিট থানার পুলিশ তাকে ধরতে তক্কে তক্কে থাকে । শেষে বুধবার অভিযুক্তের ফোনের টাওয়ার লোকেশন চিহ্নিত করতে সক্ষম হয় পুলিশ । এরপর রাতের দিকে ওয়াটগঞ্জ থানা এলাকার একটি গেস্ট হাউস থেকে তাকে পাকড়াও করা হয় । আজ তাকে আদালতে তুলে পুলিশ নিজেদের হেফাজতে নিয়েছে । এই ঘটনায় আর কেউ জড়িত ছিল কিনা তা ধৃতকে জেরা করে জানার চেষ্টা করছে পুলিশ । যদিও অভিযুক্তের পক্ষের দাবি যে মুজিবরকে ফাঁসানো হয়েছে ।।

