এইদিন ওয়েবডেস্ক,বীরভূম,১৭ আগস্ট : মাত্র ৬ মাস ক্যারাটে প্রশিক্ষণ নিয়ে আন্তঃজেলা ক্যারাটে প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করল বীরভূম জেলার দুবরাজপুরের বছর সাতেকের পরিনিধি শর্মা । আন্তঃজেলা ইন্ডিপেন্ডেন্স কাপ ক্যারাটে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল দুর্গাপুর গ্যামন ব্রিজ চত্বরে । প্রতিযোগিতায় ৮-১০ বছর বয়সী গ্রুপে অংশগ্রহণ করে প্রথম স্থান অধিকার করল দুবরাজপুর পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা পরিনিধি শর্মা । সংস্থার পক্ষ থেকে তার হাতে স্বর্ন পদকের পাশাপাশি একটি শংসাপত্র ও একটি ট্রফি তুলে দেওয়া হয় ।
পরিনিধির বাবা পেশায় গ্রীল মিস্ত্রি এবং মা গৃহবধূ । সে দুবরাজপুরের ইউথ কর্ণার ক্লাবের মাঠে ক্যারাটে প্রশিক্ষণ নেয় । পরিনিধির প্রশিক্ষক সেনসাই অলক চট্টোপাধ্যায় বলেন, ‘মাত্র ৬ মাস প্রশিক্ষণ নিয়ে আন্তঃজেলা ক্যারাটে প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করল পরিনিধি । আগামী জানুয়ারিতে খড়গপুরে জাতীয় স্তরের চ্যাম্পিয়নশিপের প্রতিযোগিতা হতে চলেছে । সেখানেও সে ভালো ফল করবে বলে আমি আশাবাদী । তবে এর জন্য পরিনিধির অবিভাবকদের সহযোগিতাও কাম্য ।’
দূর্গাপুরে আয়োজিত কাইকুসিন ওপেন ফুল কন্ট্যাক্ট আন্তঃজেলা ইন্ডিপেন্ডেন্স কাপ ক্যারাটে চ্যাম্পিয়নশিপে ভাগ নিয়েছিল বিভিন্ন জেলার মোট ১২৫ জন প্রতিযোগী । ৮-১০ বছর বয়সী গ্রুপে ৩০ জন অংশগ্রহণ করে। এই ৩০ জন প্রতিযোগীর মধ্যে পরিনিধি শর্মা প্রথম স্থান অধিকার করে। তার এই সাফল্যে গর্বিত এলাকার বাসিন্দারা ।।