দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),১০ নভেম্বর : ট্রেনের ফাঁকা কামরার মধ্যে পড়ে থাকা ব্যাগ ঘিরে বোমাতঙ্ক ছড়াল পূর্ব বর্ধমান জেলার কাটোয়া রেলস্টেশনে । বুধবার দুপুরে কাটোয়া স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ডাউন আজিমগঞ্জ- কাটোয়া ট্রেনে রুটিন তল্লাশি চালানোর একটি কামরার মধ্যে ল্যাপটপ ব্যাগের আদলের পিঠে নেওয়ার একটি ব্যাগ নজরে পড়ে রেলপুলিশের । পরে রেল পুলিশ ও কাটোয়া থানার পুলিশবাহিনী এসে ট্রেনটিকে ঘিরে রাখে । বোম্বস্কোয়াডকে খবর দেওয়া হয় । তবে বিকেল পর্যন্ত বোম্বস্কোয়াড ঘটনাস্থলে পৌঁছয়নি বলে জানা গেছে । ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় ।
জানা গেছে,এদিন সকাল ১০-৪০ মিনিট নাগাদ কাটোয়া স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়ায় আজিমগঞ্জ-কাটোয়া শাখার ওই ট্রেনটি । আজিমগঞ্জ থেকে কাটোয়ায় আসার পর ট্রেনটিকে দুপুর দুটো নাগাদ অন্য লাইন দিয়ে চালানো হয় । এদিকে যাত্রীরা নেমে যাওয়ার পর ট্রেনেটি ফাঁকাই দাঁড়িয়ে ছিল । সেই সময় রেলপুলিশ তল্লাশি চালাতে শুরু করলে ট্রেনের একেবারে শেষ কামরার ঠিক আগের কামরায় সিটে মালিকবিহীন একটি ব্যাগ তাঁদের নজরে পড়ে । সঙ্গে সঙ্গে ছুটে আসে রেল ও কাটোয়া থানার পুলিশবাহিনী । তাঁরা ট্রেনটিকে ঘিরে রাখে । খালি করে দেওয়া গোটা এলাকা । খবর দেওয়া হয় বোম্ব স্কোয়াডকে । বোম্ব স্কোয়াড আসার পর নির্দিষ্ট ওই কামরাটিকে বিচ্ছিন্ন করে ফাঁকা জায়গায় নিয়ে যাওয়া হবে বলে রেলপুলিশ সুত্রে খবর । এদিকে এই ঘটনার পর গোটা রেলস্টেশন জুড়ে চিরুনি তল্লাশি শুরু করেছে রেলপুলিশ ।।