প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,০৯ নভেম্বর : ভাগীরথীর জল থেকে চরে উঠে দাপিয়ে বেড়াতে থাকে একটি বিশালাকার জ্যান্ত কুমির।আর ওই কুমিরকে ঘিরেই মঙ্গলবার বিকালে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পূর্ব বর্ধমানের পূর্বস্থলী ২ ব্লকের পিলা পঞ্চায়েতের শিমুলডাঙ্গা এলাকায়।এলাকার মানুষজন ভাগীরথীর চরে কুমির দেখে অাঁতকে উঠেন। তার পরেই তাঁরা কুমিরের বিষয়টি নিয়ে স্থানীয় পঞ্চায়েত , ব্লকের বিডিওকে জানান । বিডিও অফিসের তরফে বনদপ্তরের সাথে যোগাযোগ করা হলে বনদপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌছান ।
বনদফতরের আধিকারিক সুকান্ত ওঝা বলেন,
‘ভাগীরথীর চরে যে প্রাণীটিকে দেখতে পাওয়া যায় সেটি হল ’ফ্রেস ওয়াটার কোকোডাইল’। বেশ কিছুদিন ধরেই প্রাণীটিকে ভাগীরথীতে দেখা যাচ্ছিল । বনদপ্তরের কর্মী ও অফিসাররা কুমিরটির উপর নজর রাখছে । কুমিরটিকে জলে ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে।’পিলা পঞ্চায়েতের প্রধান সুমন দাস বলেন,’ভাগীরথীতে এলাকার লোকজন স্নান করতে নামেন । কুমির দেখায় পর থেকে তাঁরা আতঙ্কিত হয়ে পড়েছেন ।’।