এইদিন ওয়েবডেস্ক,বর্ধমান,১৩ এপ্রিল : রেলস্টেশন চত্বরে কয়েকটি খালি প্লাস্টিকের ড্রাম রাখা ছিল । সেই ড্রামগুলিতে আচমকা আগুন লেগে দাউদাউ করে জ্বলতে শুরু । মঙ্গলবার সকাল প্রায় সাড়ে এগারোটা নাগাদ পূর্ব বর্ধমান জেলার সেহারাবাজার রেলস্টেশন চত্বরের এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় । প্রথমে স্থানীয় বাসিন্দারা বালতি করে জল তুলে আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করেন । পরে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রনে আনে । তবে কিভাবে আগুন লাগলো তা নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়ে ৷
স্থানীয় সুত্রে জানা গেছে,সেহারাবাজার রেলস্টেশন চত্বরে বেশ কিছু দিন ধরে কয়েকটি জল মজুত করার প্লাস্টিকের খালি ড্রাম রাখা ছিল । এদিন সকালে ড্রামগুলিতে আচমকা আগুন ধরে যায় । তারপর সেগুলি দাউদাউ করে জ্বলতে শুরু করে । কালো ধোঁয়ায় ভরে যায় চারিদিক । ঘটনাস্থলের আশেপাশেই রয়েছে বেশ কিছু দোকানপাট । অগ্নিকান্ডের জেরে ব্যাবসায়ীদের মধ্যে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয় । খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে সেহারাবাজার ফাঁড়ির পুলিশ । শেষে দমকলবাহিনীর তৎপরতায় আগুন নিয়ন্ত্রনে আসে । তারপর হাঁফ ছেড়ে বাঁচেন স্থানীয় বাসিন্দা ও ব্যাবসায়ীরা ।
স্থানীয়দের আশঙ্কা কেউ বা কারা বদমায়েশি করে প্লাস্টিকের খালি ড্রামগুলিতে আগুন ধরিয়ে দিয়েছে । যদিও গলসি ফায়ার বিগেডের ওসি গৌরাঙ্গ কর্মকার জানিয়েছেন, ঘটনাস্থলের পাশেই রেলের একটি বাতিল ঘর রয়েছে। তাই প্রাথমিকভাবে মনে হচ্ছে অতিরিক্ত তাপ অথবা বিদ্যুৎ লাইনের শর্টসার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে । তবে ফরেন্সিক দল তদন্ত করে দেখার পরেই আগুন লাগার আসল কারন জানা যাবে ।।